Coal Shortage In India: "ভারতে এখনও পর্যাপ্ত পরিমাণে কয়লা মজুত রয়েছে": দাবি কয়লা মন্ত্রকের

Last Updated:

Coal Stock in India: কয়লা মন্ত্রক জানিয়েছে, ভারতীয় রেল এই ব্যাপক পরিমাণে কয়লাকে সারা দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে স্থানান্তর করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত

#নয়াদিল্লি: চলতি বছরের এপ্রিলে বেড়েছে কয়লা উৎপাদন। গত বছরে এই একই সময়ের তুলনায় ২০২২ সালের এপ্রিল মাসে কয়লা উৎপাদন এক চতুর্থাংশ (২৭.২ শতাংশ) বৃদ্ধি করতে পেরেছে কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Ltd)! শুধু তাই নয়, কয়লা বন্টনও ৫.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, দাবি কয়লা মন্ত্রকের।
Coal India Ltd-এ কয়লা মজুত রয়েছে ৫৬.৭ মিলিয়ন টন, সিঙ্গারেনি কোলিয়ারিস কোম্পানি লিমিটেডে ৪.৩ মেট্রিক টন এবং ক্যাপটিভ কয়লা ব্লকে প্রায় ২.৩ মেট্রিক টন কয়লা রয়েছে। অর্থাৎ কয়লা সংস্থাগুলির কাছে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে, জানিয়েছে কয়লা মন্ত্রক।
advertisement
advertisement
গুড শেড সাইডিং, ওয়াশারি সাইডিং এবং বন্দরে কয়লার স্টক প্রায় ৪.৭ মেট্রিক টন এবং তা অবিলম্বে তাপ বিদ্যুৎ কেন্দ্রে স্থানান্তরিত করার জন্য প্রস্তুত। এছাড়াও, প্রায় ২ মেট্রিক টন কয়লা মজুত রয়েছে CIL সাইডিংয়ে।
কয়লা মন্ত্রক জানিয়েছে, ভারতীয় রেল এই ব্যাপক পরিমাণে কয়লাকে সারা দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে স্থানান্তর করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং রেল রেকের সংখ্যা ও প্রাপ্যতাও বৃদ্ধি করছে।
advertisement
CIL রাজ্যের এবং কেন্দ্রের এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে ৫.৭৫ মেট্রিক টন কয়লা দেওয়ার প্রস্তাব দিয়েছে এবং এর ফলে TPPs (Thermal Power Plants)-এ কয়লা যথেষ্ট মজুত রাখতে সাহায্য করবে বলে জানিয়েছে কয়লা মন্ত্রক।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coal Shortage In India: "ভারতে এখনও পর্যাপ্ত পরিমাণে কয়লা মজুত রয়েছে": দাবি কয়লা মন্ত্রকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement