Yogi Declared Samrat Prithviraj Tax Free: বড় ঘোষণা যোগী আদিত্যনাথের! উত্তরপ্রদেশে করমুক্ত অক্ষয় কুমারের সিনেমা সম্রাট পৃথ্বীরাজ!

Last Updated:

Akshay Kumar Movie Samrat Prithviraj Tax Free in UP: একটি হিন্দি ট্যুইটে যোগী জানিয়েছেন, “উত্তরপ্রদেশে সম্রাট পৃথ্বীরাজ করমুক্ত হবে।”

Yogi Adityanath with Akshay Kumar
Yogi Adityanath with Akshay Kumar
#লখনউ: উত্তরপ্রদেশে করমুক্ত ঘোষণা করা হল অক্ষয় কুমারের সদ্য মুক্তি পেতে চলা চলচ্চিত্র সম্রাট পৃথ্বীরাজ! আগামিকাল, ৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। মুক্তির আগেই অক্ষয় কুমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য সিনেমার একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন। তারপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিনেমাটি দেখেন এবং তাঁর রাজ্যে সম্রাট পৃথ্বীরাজকে করমুক্ত ঘোষণা করেন। লখনউতে অক্ষয় এবং মানুষী চিল্লার অভিনীত এই সিনেমার একটি বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছিল।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্রাট পৃথ্বীরাজের চরিত্রে অক্ষয়ের অভিনয় নিয়ে মুগ্ধ বলে জানিয়েছেন। যোগী সিনেমাটির প্রশংসা করেন এবং ভারতের সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরার জন্য পরিচালক ও কুশীলবদের অভিনন্দন জানান। “অক্ষয় কুমার তাঁর সিনেমায় ভারতের ইতিহাসকে সুন্দরভাবে দেখিয়েছেন। এই কারণেই আমি দলকে অভিনন্দন জানাই,” বলেন যোগী আদিত্যনাথ। একটি হিন্দি ট্যুইটে যোগী জানিয়েছেন, “উত্তরপ্রদেশে সম্রাট পৃথ্বীরাজ করমুক্ত হবে।”
advertisement
advertisement
অক্ষয় কুমার অভিনীত সম্রাট পৃথ্বীরাজ রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। রাজা পৃথ্বীরাজ চৌহানের প্রিয়তমা সংযুক্তার চরিত্রে অভিনয় করেছেন মানুষী চিল্লার। সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত ও সোনু সুদ। সম্রাট পৃথ্বীরাজ হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৩ জুন মুক্তি পেতে চলেছে।
advertisement
উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, পরিবহন মন্ত্রী দয়া শঙ্কর সিং, জে পি এস রাঠোর, এ কে শর্মা, নন্দ গোপাল গুপ্ত নন্দী এবং অন্যান্যরাও সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন। বুধবার দিল্লিতে সিনেমাটি দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অক্ষয় কুমারকে পাশে রেখেই সিনেমাটির প্রশংসা করে অমিত শাহ বলেন, “এই চলচ্চিত্রটি নারীদের সম্মান এবং নারীর ক্ষমতায়ণের ভারতীয় সংস্কৃতিকে চিত্রিত করেছে। গল্পটি এমন একজন বীরকে নিয়ে যিনি আফগানিস্তান থেকে দিল্লি পর্যন্ত লড়াই করেছিলেন। ভারত শতাব্দীর পর শতাব্দী ধরে আক্রমণের বিরুদ্ধে লড়াই করে আসছে।”
advertisement
চলচ্চিত্রটির প্রচারের সময়, অক্ষয় কুমার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাত্কারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পৃথ্বীরাজ চৌহান এবং মহারানা প্রতাপের মতো ভারতীয় রাজাদের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আবেদনও জানান। “আমি বলছি না যে আমাদের মুঘলদের সম্পর্কে পড়া উচিত নয়... তবে ভারতীয় রাজাদের সম্পর্কেও শিক্ষা দিয়ে ভারসাম্য বজায় রাখুন। ভারতের রাজারাও দুর্দান্ত ছিলেন,” বলেন অক্ষয় কুমার।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Yogi Declared Samrat Prithviraj Tax Free: বড় ঘোষণা যোগী আদিত্যনাথের! উত্তরপ্রদেশে করমুক্ত অক্ষয় কুমারের সিনেমা সম্রাট পৃথ্বীরাজ!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement