‘ভারতীয় রাজনীতিতে তাঁর অবদান মনে রাখার মত’, জেটলির প্রয়াণে শোকপ্রকাশ মমতার

Last Updated:

অরুণ জেটলিজির প্রয়াণে মর্মাহত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্যুইটে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর৷

#নয়াদিল্লি: ফের জাতীয় রাজনীতিতে নক্ষত্র পতন ৷ প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ শনিবার দুপুর ১২.০৭ মিনিটে দিল্লির AIIM-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর ৷ জেটলির প্রয়াণে শোকস্তব্ধ মমতা ৷ ট্যুইটে করেন শোকপ্রকাশ ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেন, ‘অরুণ জেটলিজির প্রয়াণে মর্মাহত ৷ কঠিন লড়াইয়ের পর প্রয়াত অরুণ জেটলি ৷ ব্যতিক্রমী একজন সাংসদ ছিলেন তিনি ৷ খ্যাতনামা আইনজীবীদের একজন জেটলি ৷ দলমত নির্বিশেষ সম্মান করা হত তাঁকে ৷ ‘ভারতীয় রাজনীতিতে তাঁর অবদান মনে রাখার মত ৷ জেটলিজির স্ত্রী, বন্ধু, আত্মীয়দের প্রতি আমার সমবেদনা রইল ৷’
advertisement
দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনির সংক্রমণে ভুগছিলেন অরুণ জেটলি ৷ ৯ অগাস্ট থেকে এইমসে ভর্তি ছিলেন তিনি ৷ লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয় তাঁকে ৷ কয়েক সপ্তাহের লড়াইয়ের পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
advertisement
সুষমা স্বরাজের পর ফের প্রয়াণ এক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ৷ শুধু মোদির মন্ত্রিসভাতেই নয়, অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভাতেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন অরুণ জেটলি ৷ অর্থমন্ত্রকের ব্যাটন হাতে নিয়ে দেশে কালো টাকা ফিরিয়ে আনতে নোটবন্দি ও জিএসটি-র মতো অর্থনৈতিক পরিকাঠামোর একাধিক সংস্কার ঘটেছে তাঁরই নেতৃত্বে ৷
advertisement
অরুণ জেটলি বেশ কিছু দীর্ঘ সময় ধরে মধুমেহ রোগে ভুগছিলেন ৷ ওজন বাড়ার সমস্যার জন্য অস্ত্রোপচার করা হয়েছিল ৷ ২০১৪ সালে তাঁর ভেরিকোয়িক অস্ত্রোপচার হয়েছিল ৷ এই অস্ত্রোপচারটি ম্যাক্স হাসপাতালে হয়েছিল ৷ কিছু বছর আগে হার্টেরও অস্ত্রোপচার হয়েছিল ৷ স্বাস্থ্যের কারণে চিকিৎসার জন্য একাধিকবার বিদেশেও যেতে হয়েছে তাঁকে ৷ অসুস্থতার কারণেই রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছিলেন তিনি ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
‘ভারতীয় রাজনীতিতে তাঁর অবদান মনে রাখার মত’, জেটলির প্রয়াণে শোকপ্রকাশ মমতার
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement