Tripura Murder: মা-বোন-দাদু সহ চারজনকে খুন! নবম শ্রেণির ছাত্রের নৃশংসতায় স্তম্ভিত ত্রিপুরা

Last Updated:

প্রতিবেশীরা জানিয়েছেন, মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছিল অভিযুক্ত কিশোর৷ মাঝে মধ্যেই বাবা-মায়ের থেকে গেম খেলার জন্য টাকা চাইত সে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#আগরতলা: মোবাইল গেম খেলার জন্য চাহিদা মতো টাকা দিতে রাজি নয় বাবা- মা৷ সেই আক্রোশেই মা, বোন, দাদুকে খুন করল নবম শ্রেণির ছাত্র৷ খুনের ঘটনা দেখে ফেলায় এক প্রতিবেশীকেও খুন করল সে৷ শুধু খুন নয়, খুনের পর বাড়ির পাশে বিশাল গর্ত খুঁড়ে চারটি দেহ লোপাটের চেষ্টাও করে ওই নাবালক৷
রবিবার হাড় হিম করা এই ঘটনা ঘটেছে ত্রিপুরার ধলাই জেলায়৷ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে ধলাই জেলার কমলপুর থানার পুলিশ৷
প্রতিবেশীরা জানিয়েছেন, মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছিল অভিযুক্ত কিশোর৷ মাঝে মধ্যেই বাবা-মায়ের থেকে গেম খেলার জন্য টাকা চাইত সে৷ তা নিয়ে বাবা-মায়ের সঙ্গে অশান্তি বাঁধত তার৷ যা কানে আসত প্রতিবেশীদের৷
advertisement
advertisement
জানা গিয়েছে, রবিবার এই সংক্রান্ত অশান্তির জেরেই নিজের মা, বোন এবং দাদুকে খুন করে ওই কিশোর৷ প্রথমে মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করে তার পর তিনজনকে কুপিয়ে খুন করে সে৷ ওই কিশোর যখন এই কাণ্ড ঘটাচ্ছে তখনই জল খাওয়ার জন্য তাদের বাড়িতে আসেন এক প্রতিবেশী৷ তখন তাঁকেও একই ভাবে ওই কিশোর খুন করে বলে অভিযোগ৷ খুনের সময় নবম শ্রেণির ওই ছাত্র বাড়িতে জোরে সাউন্ড সিস্টেম চালিয়ে দিয়েছিল৷ ফলে প্রতিবেশীরাও কিছু টের পাননি৷
advertisement
খুনের পর চারটি দেহ লোপাটেরও চেষ্টা করে ওই কিশোর৷ এর জন্য বাড়ির পাশেই বিরাট গর্ত খোঁড়ে সে৷ কিন্তু শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি৷ রাতেই অভিযুক্তকে হালহালি এলাকার এই পেট্রোল পাম্প থেকে ওই অভিযুক্ত নাবালককে গ্রেফতার করে৷ আজই অভিযুক্তকে আদালতে পেশ করবে পুলিশ৷ ঘটনার পুনর্নির্মাণও করবে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Murder: মা-বোন-দাদু সহ চারজনকে খুন! নবম শ্রেণির ছাত্রের নৃশংসতায় স্তম্ভিত ত্রিপুরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement