জেল যাত্রার আগে আম্মার স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন শশীকলার
Last Updated:
সুপ্রিম কোর্টের কাছে শারীরিক অসুস্থার কারণে আত্মসম্পর্ণের জন্য সময় চেয়েছিলেন শশীকলা ৷ কিন্তু সেই সময় দিতে নারাজ সুপ্রিম কোর্ট ৷
#চেন্নাই: সুপ্রিম কোর্টের কাছে শারীরিক অসুস্থার কারণে আত্মসম্পর্ণের জন্য সময় চেয়েছিলেন শশীকলা ৷ কিন্তু সেই সময় দিতে নারাজ সুপ্রিম কোর্ট ৷ আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আত্মসমর্পণে অতিরিক্ত সময় দেওয়া হবে না ৷ আজই বেঙ্গালুরুতে আত্মসমর্পণ করতে হবে শশীকে ৷
‘আমরা নতুন কোনও রায় দেব না ৷ যে রায় দেওয়া হয়েছে তা অপরিবর্তিত থাকবে’, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ৷ আয় সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় অভিযুক্ত শশী ৷ ওই মামলাতে শশীকলাকে ৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷
গতকাল বিকেলেই আত্মসমর্পণ করার কথা ছিল তাঁর ৷ যদিও আজ সকাল পর্যন্ত আত্মসমর্পণ করেননি শশীকলা ৷
advertisement
advertisement
তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর পোয়েজ গার্ডেন বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন শশীকলা ৷ আজই আদালতে আত্মসমর্পণ করবেন তিনি ৷
বেঙ্গালুরু যাওয়ার পথে মেরিনা বিচে জয়ললিতার স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন শশীকলা ৷ চোখের জলে আম্মার স্মৃতিতর্পণ চিন্নামার ৷
সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবারই মুখ্যমন্ত্রিত্বের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে চিন্নাম্মার। তাতে অবশ্য এআইএডিএমকে-র রাশ ছাড়তে নারাজ শশীকলা নটরাজন। পালানিস্বামীকে চেন্নাইয়ের মসনদে বসিয়েই ক্ষমতার রাশ হাতে রাখতে চান চিন্নাম্মা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2017 12:30 PM IST