জেল যাত্রার আগে আম্মার স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন শশীকলার

Last Updated:

সুপ্রিম কোর্টের কাছে শারীরিক অসুস্থার কারণে আত্মসম্পর্ণের জন্য সময় চেয়েছিলেন শশীকলা ৷ কিন্তু সেই সময় দিতে নারাজ সুপ্রিম কোর্ট ৷

#চেন্নাই: সুপ্রিম কোর্টের কাছে শারীরিক অসুস্থার কারণে আত্মসম্পর্ণের জন্য সময় চেয়েছিলেন শশীকলা ৷ কিন্তু সেই সময় দিতে নারাজ সুপ্রিম কোর্ট ৷ আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আত্মসমর্পণে অতিরিক্ত সময় দেওয়া হবে না ৷ আজই বেঙ্গালুরুতে আত্মসমর্পণ করতে হবে শশীকে ৷
‘আমরা নতুন কোনও রায় দেব না ৷ যে রায় দেওয়া হয়েছে তা অপরিবর্তিত থাকবে’, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ৷  আয় সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় অভিযুক্ত শশী ৷ ওই মামলাতে শশীকলাকে ৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷
গতকাল বিকেলেই আত্মসমর্পণ করার কথা ছিল তাঁর ৷ যদিও আজ সকাল পর্যন্ত আত্মসমর্পণ করেননি শশীকলা ৷
advertisement
advertisement
তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর পোয়েজ গার্ডেন বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন শশীকলা ৷ আজই আদালতে আত্মসমর্পণ করবেন তিনি ৷
বেঙ্গালুরু যাওয়ার পথে মেরিনা বিচে জয়ললিতার স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন শশীকলা ৷ চোখের জলে আম্মার স্মৃতিতর্পণ চিন্নামার ৷
সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবারই মুখ্যমন্ত্রিত্বের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে চিন্নাম্মার। তাতে অবশ্য এআইএডিএমকে-র রাশ ছাড়তে নারাজ শশীকলা নটরাজন। পালানিস্বামীকে চেন্নাইয়ের মসনদে বসিয়েই ক্ষমতার রাশ হাতে রাখতে চান চিন্নাম্মা।
বাংলা খবর/ খবর/দেশ/
জেল যাত্রার আগে আম্মার স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন শশীকলার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement