#বিশাখাপত্তনম: ফিরে এল ভোপাল গ্যাস দুর্ঘটনার সেই ভয়াবহ স্মৃতি ৷ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আর আর ভেঙ্কটপুরমে এলজি পলিমার্স ইন্ডাস্ট্রির কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হল ৮ জনের ৷ পাশাপাশি অসুস্থ ২০০-র বেশি মানুষ ৷ মৃতদের মধ্যে একটি ৮ বছরের শিশুকন্যাও রয়েছে ৷ রাত ২টো ৩০ মিনিট নাগাদ ওই কেমিক্যাল প্লান্ট থেকে গ্যাস লিক করার ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২০ জন ৷ ৩ জনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে ৷ বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷
ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানালেন, ‘খুবই দুঃখজনক ঘটনা এবং ভয়াবহ ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল ৷ প্রার্থনা করি অসুস্থ মানুষেরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক ৷’CM Sri K. Chandrashekar Rao has expressed deep shock over the Visakhapatnam gas leakage incident. Terming it as unfortunate, Hon'ble CM offered condolences to the bereaved families. CM wished for the speedy recovery of those fell sick due to the gas leak.
— Telangana CMO (@TelanganaCMO) May 7, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Vishakhapattanam