Chhattisgarh Maoist Attack: ছত্তিসগড়ে মাওবাদী হামলার পরের ভয়ঙ্কর ভিডিও প্রকাশ্যে, ‘পুরা উড় গ্যায়া’ চিৎকার স্পষ্ট
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Chhattisgarh Maoist Attack: স্থানীয়রা জানিয়েছেন, সেই সময়ে আতঙ্কিত পুলিশকর্মীরা একটি গাড়ির পিছন দিতে প্রাণ বাঁচাতে লুকিয়েছিলেন৷
নয়াদিল্লি: ছত্তিসগড়ের দান্তেওয়াড়া বুধবারই কেঁপে উঠেছে ভয়ানক মাওবাদী হামলায়৷ সেই আইইডি বিস্ফোরণে ১০ জন সেনা জওয়ান ও একজন সাধারণ মানুষের মৃত্যুর খবর এসেছে৷ সেই বিস্ফোরণের পরের দিনই প্রকাশ্যে এল এক বিস্ফোরক ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে বিস্ফোরণের শব্দে আতঙ্কিত এক সাধারণ মানুষ চিৎকার করে উঠছেন৷ আর সেই চিৎকারের শব্দ ধরা পড়েছে ক্যামেরায়, সেখানে বলা হয়েছে, ‘পুরা উড়া গ্যায়া৷’
আরও পড়ুন: মালদহের স্কুলে বন্দুকবাজের তাণ্ডবে দিল্লির 'চক্রান্ত'! গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মমতা
স্থানীয়রা জানিয়েছেন, সেই সময়ে আতঙ্কিত পুলিশকর্মীরা একটি গাড়ির পিছন দিতে প্রাণ বাঁচাতে লুকিয়েছিলেন৷ আর সেই সময়ে ছুটে এসে গ্রামবাসীরাও লুকিয়েছিলেন৷ সেই সময় গ্রামবাসীদের মধ্যেই একজন কেউ এই ঘটনার পরিস্থিতি কেউ একটা রেকর্ড করেছিলেন৷ যদিও এই ভিডিওটি প্রশাসনের পক্ষ নির্দিষ্ট করা হয়নি৷
advertisement
advertisement
Shocking video shows moments before #IEDBlast that killed 10 Jawans and a civilian were killed in Chhattisgarh's Dantewada News18's @toyasingh and @Arunima24 analyse the events seen in the video #Chhattisgarh #DantewadaAttack #NaxalAttack #Dantewada pic.twitter.com/QvM2FzQRJf
— News18 (@CNNnews18) April 27, 2023
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে, কেউ একজন বিস্ফোরণের কোপ থেকে বাঁচতে হামাগুড়ি দিয়ে কোথাও একটা আশ্রয় নিচ্ছেন৷ একটি তারের মতো ছোট জিনিসও রাস্তায় পড়ে থাকতে দেখা যাচ্ছে, যেটি দেখে মনে হচ্ছে, এটি বিস্ফোরকের তার৷ এই ভিডিওটি সংবাদমাধ্যমের কাছে এসে পৌঁছে একজন গাড়ি চালকের হাতে৷ যিনি এই ভিডিওটি পেয়েছিলেন৷ তাঁর থেকেই ভিডিওটি এসে পৌঁছেছে সংবাদমাধ্যমের হাতে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 2:59 PM IST