SBI-তে ইন্টারভিউ কল পাচ্ছেন কিনা, নিজেরাই জেনে নিন
Last Updated:
#মুম্বই: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সরাসরি অফিসার পদের (PO Main results) নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হবে খুব তাড়াতাড়ি ৷ এরপরই হবে ইন্টারভিউ রাউন্ড ৷ যার জন্য নিজেদের প্রস্তুত করছেন পরীক্ষার্থীরা ৷ ইন্টারভিউ হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১২ই অক্টোবর ৷ অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ১ সেপ্টেম্বর ৷ SBI ওয়েবসাইটে পরীক্ষার ফল দেখে নেওয়া যাবে কীভাবে ? একনজরে দেখে নিন -
১) ওয়েবসাইটে লগ-ইন করুন
২) ওয়েবসাইটের ডানদিকের নিচের দিকে ঘোষণাটি দেখা যাবে
advertisement
৩) এই লিঙ্কটি ক্লিক করতে হবে Main Exam Results for Rescruitment of Probationary Officers Announced
৪) একটি পিডিএফ পেজ খুলবে, এতেই থাকবে আপনার রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষার ফল ৷
যদিও এই ফল প্রকাশের কথা ছিল ২১-এ অগস্ট ৷ কিন্তু এখনও পর্যন্ত এসবিআই ওয়েবসাইটে ফলের কোন উল্লেখ করা হয়নি ৷ পরীক্ষা হয়েছিল ১লা জুলাই ৷ প্রায় এক সপ্তাহ ধরে চলা এই পরীক্ষা শেষ হয় ৮ই জুলাই ৷ পরবর্তীতে হবে ইন্টারভিউ ৷ ২হাজার পদের জন্য পরীক্ষাটি হয় ৷ পরীক্ষায় বসেছিলেন ১০ লক্ষ পরীক্ষার্থী ৷
Location :
First Published :
August 23, 2018 3:34 PM IST