Chandrayaan-3: এবার চাঁদ থেকে এল ভূমিকম্পের বড় খবর! বিজ্ঞানীরা খতিয়ে দেখছেন পুরোটা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Earthquake on moon: চাঁদে প্রথম মাইক্রো ইলেক্ট্রো মেকানিক্যাল সিস্টেম প্রযুক্তি ভিত্তিক যন্ত্রটি রোভার কার্যকলাপ রেকর্ড করেছে। ISRO জানিয়েছে যে লুনার সিসমিক অ্যাক্টিভিটি (ILSA) পেলোড এমন একটি ঘটনা রেকর্ড করেছে যা প্রাকৃতিকভাবে সৃষ্ট বলেই মনে হচ্ছে।
কলকাতা: চন্দ্রযান ৩ চাঁদে পৌঁছনোর পর থেকেই নানারকম খবর আসছে৷ কখনও সেটা নতুন মৌল খুঁজে পাওয়া, কখনও সেটা দক্ষিণ মেরুর চন্দ্রপৃষ্ঠে অক্সিজেনের উপস্থিতি৷ এবার এল ভূমিকম্পের খবর৷ বৃহস্পতিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, চাঁদের মাটিতে ভূমিকম্প হয়ছে৷ সেই প্রাকৃতিক ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
এটি লুনার সিসমিক অ্যাক্টিভিটি (ILSA) পেলোড রেকর্ড করেছে৷ ISRO জানিয়েছে যে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম, যা বর্তমানে চন্দ্রপৃষ্ঠে কাজ করছে তা চাঁদে ভূমিকম্পের ঘটনা বুঝতে পেরেছে। প্রজ্ঞান রোভার এবং অন্যান্য পেলোডগুলিও এই সম্পর্কিত ডেটা পাঠিয়েছে এবং সেই বিষয়ে এখন রিসার্চ করে খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা৷
Chandrayaan-3 Mission:
In-situ Scientific ExperimentsRadio Anatomy of Moon Bound Hypersensitive Ionosphere and Atmosphere – Langmuir Probe (RAMBHA-LP) payload onboard Chandrayaan-3 Lander has made first-ever measurements of the near-surface Lunar plasma environment over the… pic.twitter.com/n8ifIEr83h
— ISRO (@isro) August 31, 2023
advertisement
advertisement
চাঁদে প্রথম মাইক্রো ইলেক্ট্রো মেকানিক্যাল সিস্টেম প্রযুক্তি ভিত্তিক যন্ত্রটি রোভার কার্যকলাপ রেকর্ড করেছে। ISRO জানিয়েছে যে লুনার সিসমিক অ্যাক্টিভিটি (ILSA) পেলোড এমন একটি ঘটনা রেকর্ড করেছে যা প্রাকৃতিকভাবে সৃষ্ট বলেই মনে হচ্ছে।
advertisement
বিক্রম ল্যান্ডারের সনাক্ত করা এই ঘটনাটি চাঁদে ভূমিকম্পের সম্ভাবনা বুঝিয়ে দিচ্ছে৷ তবে এর সঠিক উৎপত্তির কারণ এখনও তদন্তাধীন। ISRO জানিয়েছে, ” এটি ২৬ অগাস্ট অতিরিক্ত একটি ঘটনা রেকর্ড করেছে৷ এটি একটি প্রাকৃতিক ঘটনা রেকর্ড করেছে। ঘটনার উৎস খতিয়ে দেখা হচ্ছে।”
চন্দ্রযান-৩ মিশনের লক্ষ্যপূরণ
ISRO জানিয়েছিল চন্দ্রযান ৩ -র সফট ল্যান্ডিংয়ের সময়েই তাদের মিশনের লক্ষ্যপূরণ হয়েছে৷ প্রথম ২ টি মিশনে গণ্ডগোলের পর চন্দ্রপৃষ্ঠে নিরাপদ এবং সফট ল্যান্ডিং এবং বর্তমানে চাঁদের বুকে রোভার এবার ভাইব্রেশন বা ভূমিকম্প মাপতেও সফল হয়েছে। তৃতীয় মিশন, যা চাঁদে একটি ইন-সিটু বৈজ্ঞানিক পরীক্ষা, বর্তমানে চলছে। এই মিশনটি ভারতকে চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণকারী চতুর্থ দেশ এবং চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম দেশের মর্যাদা দিয়েছে৷
advertisement
চাঁদমামার উঠোনে খেলছে একটি শিশু
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানিয়েছিল ‘চাঁদমামার উঠোনে একটি শিশু ঝাঁকুনি দিচ্ছে৷’ নিরাপদ পথের সন্ধানে ভ্রাম্যমান বিক্রম ল্যান্ডারের ইমেজ ক্যামেরায় উঠেছে৷ যাতে চাঁদের ফুটেজ শেয়ার করার সময়।ISRO মাইক্রোব্লগিং সাইট X-এ একটি পোস্টে বলেছিল “এটা মনে হচ্ছে যেন একটি শিশু চাঁদমামার উঠোনে ঝাঁকুনি দিচ্ছে, যখন মা স্নেহের সঙ্গে তাকাচ্ছেন। তাই না?”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2023 8:20 AM IST