Weather Alert: বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ২ টি ঘূর্ণাবর্ত, ফের তৈরি হচ্ছে আরেকটি, বাংলার আবহাওয়ায় তোলপাড়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cyclonic Circulation: সাইক্লোনিক সার্কুলেশনের জের দমবন্ধ হাঁসফাঁস অবস্থা৷ অ্যাকুওয়েদারের কলকাতা ওয়েদার আপডেট অনুযায়ি আজ সারাদিন কলকাতাবাসী উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জাঁতাকলে একেবারে নাজেহাল হবে৷
সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে হিমালয়ের পাদদেশ বরাবর৷ অন্যদিকে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে দুটি ঘূ্র্ণাবর্ত৷ আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ি ৪ সেপ্টেম্বর নাগাদ আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরের ওপরে৷ এরই জেরে কলকাতা ওয়েদার আপডেটে একবার দেখে নিন৷
advertisement
এই পরিস্থিতিতে কলকাতায় ২ সেপ্টেম্বর তারিখ থেকে আবহাওয়ার বড় বদলের সম্ভাবনা৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে৷ Photo Courtesy- IMD/Satellite Image
advertisement
সাইক্লোনিক সার্কুলেশনের জের দমবন্ধ হাঁসফাঁস অবস্থা৷ অ্যাকুওয়েদারের কলকাতা ওয়েদার আপডেট অনুযায়ি আজ সারাদিন কলকাতাবাসী উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জাঁতাকলে একেবারে নাজেহাল হবে৷
advertisement
কলকাতায় আজ দিনের বিভিন্ন সময়ে ইতঃস্তত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি এবং বজ্র-বিদ্যুৎ- সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
advertisement
সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৭ শতাংশ ৷ যা ডেঞ্জারাসলি হিউমিড অর্থাৎ ভয়ঙ্কর আর্দ্রর ক্যাটাগরিতে পড়ে৷
advertisement
তাপমাত্রা ও আর্দ্রতার যুগলবন্দিতে ফিল লাইক তাপমাত্রা সর্বোচ্চ হতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মতো৷ বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে৷ কিন্তু তাও গরমের থেকে মুক্তি পায়নি বঙ্গবাসী৷
advertisement
এদিকে আইএমডির ওয়েদার আপডেট অনুযায়ি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন৷ যা মধ্য ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে৷
advertisement
আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশের কাছে৷ এটি লোয়ার ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে৷
advertisement
advertisement
আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বজ্র-বিদ্যুৎ -সহ বৃষ্টি দিয়ে বৃষ্টির পরিমাণ যেমন বাড়বে তেমনিই ২ সেপ্টেম্বর থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা ফের একবার বাড়তে চলেছে৷
advertisement
এদিকে উত্তরবঙ্গে এই মুহূর্তে আবহাওয়ার বড় কোনও বদলের সম্ভাবনা নেই৷ উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি থাকলেও উত্তরবঙ্গে হিমালয় পাদদেশ সংলগ্ন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই চলবে৷
advertisement
এছাড়া দুই দিনাজপুর, মালদহেও আবহওয়া একইরকম থাকবে৷ তবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়ায় আজ থেকে বৃষ্টি থাকবে৷ আর এক দু-দিনে তা আরও বাড়বে৷
advertisement
আইএমডির ওয়েদার আপডেট অনুযায়ি কলকাতা, দুই ২৪ পরগণা, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর সর্বত্রই হালকা থেকে মাঝারি ইতঃস্তত-বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে৷ কখনও কখনও বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতও হতে পারে৷
advertisement