পরকীয়ার আসল অর্থ কী, কেন্দ্র জানাল সুপ্রিম কোর্টে

News18 Bangla Creative

News18 Bangla Creative

  • Last Updated :
  • Share this:

     #নয়াদিল্লি: বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য অপরাধ ৷ এমনটাই মনে করে মোদি সরকার ৷ বিবাহ নামক প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখতে ব্যাভিচারকে বেআইনি বলাই উচিত বলে সুপ্রিম কোর্টে জানাব কেন্দ্র ৷

    ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারা খারিজ করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতেই আদালতকে হলফনামা দিয়ে পরকীয়াকে বেআইনি বলাতেই সায় দিয় কেন্দ্রীয় সরকার ৷ একই সঙ্গে বিয়ে নামক সম্পর্কটির পবিত্রতা বজায় রাখতে ব্যভিচারে জন্য কঠোর শাস্তির ব্যবস্থার পক্ষেই সমর্থন কেন্দ্রের ৷

    ১৫৭ বছরের পুরনো পরকীয়া সংক্রান্ত আইন ৷ ভারতীয় দন্ডবিধির ৪৯৭ ধারায় লিপিবদ্ধ বিবাহ বহিভূত সম্পর্ক সংক্রান্ত আইনটি ৷ এতে বলা হয়েছে, কোনও পুরুষ কোনও বিবাহিতা মহিলার সঙ্গে তাঁর স্বামীর অজ্ঞাতে এবং তাঁর অনুমতি ছাড়াই বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হন, তা হলে তা দণ্ডনীয় অপরাধ ৷ তবে এই পরকীয়ার কারণে পুরুষটির জন্য সাজার কথা বলা হলেও মহিলার জন্য কোনও শাস্তির কথা ওই ধারায় উল্লেখ নেই ৷ এই দণ্ডবিধি অনুযায়ী অভিযুক্তের জেল পর্যন্ত হতে পারে ৷

    আরও পড়ুন 

    কানাডার রাস্তায় ক্যাটরিনা কাইফকে হেনস্থা !

    ১৫৭ বছরের পুরনো এই আইনের উপযোগিতা আধুনিক সমাজে নেই, এই দাবিতে আইনটিকে খারিজ করে সম্প্রতি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন এক অনাবাসী ভারতীয় জোসেফ শাইন ৷ তাঁর মতে, একই অপরাধের জন্য নারী-পুরুষ উভয়েই যেখানে সমানভাবে দায়ী সেখানে একজনকে শাস্তি দেওয়ার কোনও অর্থ নেই ৷ এই আইন মৌলিক অধিকার বিরোধী ৷ এমনকী, এই আইন একটি মেয়ের পক্ষেও অসম্মানজনক ৷ এই আইনে মেয়েদের ‘পুরুষের সম্পত্তি’ বলে ব্যাখা করা হয়েছে বলে মত জোসেফ শাইনের ৷

    First published:

    Tags: Adultery, Adultery law, Center, Extra Marital Affair, Narendra Modi Government, Supreme Court