Sri Lanka Crisis: শ্রীলঙ্কার সঙ্কট নিয়ে চিন্তায় ভারত, সর্বদলীয় বৈঠকের ডাক দিল কেন্দ্র

Last Updated:

Centre's All-Party Meet on Sri Lanka Crisis: শ্রীলঙ্কার আর্থিক অস্থিরতার জন্য গোটাবায়ার অব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিক্ষোভকারীরা। গত বছরের শেষ দিক থেকেই খাদ্য, জ্বালানি এবং ওষুধের ঘাটতিতে জেরবার এই দেশ।

Nirmala Sitharaman ans S Jaishankar
Nirmala Sitharaman ans S Jaishankar
#নয়াদিল্লি: শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট ভাবাচ্ছে এই দেশকেও। মঙ্গলবার সন্ধায় তাই এই বিষয় নিয়েই সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র। বৈঠকে থাকবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সংসদের বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকের পর সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি সাংবাদিকদের জানান সরকার নিয়ম ও পদ্ধতি মেনে সমস্ত বিষয়েই আলোচনার জন্য রাজি। শ্রীলঙ্কার বিক্ষোভ আন্দোলন রবিবার শততম দিনে পৌঁছেছে। বিক্ষোভকারীদের চাপের মুখে পড়ে রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষ পদত্যাগ করতে এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। টানা তিন মাসেরও বেশি সময় ধরে এই দ্বীপরাষ্ট্র অভাবনীয় অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়েছে।
শ্রীলঙ্কার আর্থিক অস্থিরতার জন্য গোটাবায়ার অব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিক্ষোভকারীরা। গত বছরের শেষ দিক থেকেই খাদ্য, জ্বালানি এবং ওষুধের ঘাটতিতে জেরবার এই দেশ। অর্থনৈতিক সংকটে একত্রিত হয়েছেন সংখ্যালঘু তামিল এবং মুসলিমরাও। একসময়ের ক্ষমতাশালী রাজাপক্ষের বংশকে ক্ষমতাচ্যুত করার দাবিতে সংখ্যাগরিষ্ঠ সিংহলিদের সঙ্গেই যোগ দিয়েছে সংখ্যালঘুরাও।
advertisement
advertisement
শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী রাজাপক্ষের পদত্যাগের পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন। যদিও, তাঁর পদত্যাগেরও দাবি তুলেছে জনতা। রাজাপক্ষের বড় ভাই মাহিন্দা মে মাসেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। বিক্রমাসিংহেকে তাঁর জায়গায় দায়িত্ব নেন।
advertisement
এই পদক্ষেপে অবশ্য বিক্ষোভকারীদের ক্ষোভ প্রশমিত হয়নি একেবারেই। রাজাপক্ষের ২০০ বছরের পুরানো রাষ্ট্রপতির প্রাসাদে কড়া নিরাপত্তা ভেঙে হামলা চালান তাঁরা, প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের বাড়িতেও আগুন ধরিয়ে দেন। এখন রাজাপক্ষের এসএলপিপি দল, যার ২২৫ সদস্যের সংসদে ১০০ জনেরও বেশি সাংসদ রয়েছে, বুধবারের ভোটে বিক্রমাসিংহেকেই সমর্থন করবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sri Lanka Crisis: শ্রীলঙ্কার সঙ্কট নিয়ে চিন্তায় ভারত, সর্বদলীয় বৈঠকের ডাক দিল কেন্দ্র
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement