সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো আটকাতে রাজ্যগুলিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রের
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর জেরে দেশের একাধিক জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে ৷ এর জেরে মৃত্যু হয়েছে অনেকের ৷
#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর জেরে দেশের একাধিক জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে ৷ এর জেরে মৃত্যু হয়েছে অনেকের ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর বিষয়টি বেড়েছে ৷ তাই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷
আরও পড়ুন: কাশ্মীরে ফের পুলিশকর্মীকে অপহরণ করে খুন
এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ যে অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, সেগুলি চিহ্নিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিতে হবে । পাশাপাশি মানুষকে সচেতন করতে ও তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অনুষ্ঠান আয়োজন করার নির্দেশও দেওয়া হয়েছে ৷ পাশাপাশি মানুষের আস্থা অর্জন করার জন্য এলাকায় শিশু চুরির ঘটনার সঠিক তদন্ত করতে হবে ৷
advertisement
advertisement
গত দু’মাসে প্রায় ২০ জনকে গুজবের জেরে পিটিয়ে মারা হয়েছে ৷ সম্প্রতি মহারাষ্ট্রের ধুলে জেলায় ছেলেধরা সন্দেহে পাঁচজনকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 06, 2018 10:46 AM IST