আড়াই বছরের শিশুকে যৌন হেনস্থা, ঠাকুরপুকুরের বেসরকারি স্কুলে বিক্ষোভ অভিভাবকদের
Last Updated:
ফের যৌন লালসার শিকার খুদে প্রাণ ৷ আবারও শহরের বুকে এমন ঘটনা ৷ বেহালার ঠাকুরপুকুরের এক বেসরকারি স্কুলের আড়াই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল গতকালই ৷
#কলকাতা: ফের যৌন লালসার শিকার খুদে প্রাণ ৷ আবারও শহরের বুকে এমন ঘটনা ৷ বেহালার ঠাকুরপুকুরের এক বেসরকারি স্কুলের আড়াই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল গতকালই ৷ এবার অভিযুক্তকে গ্রেফতার, সিসিটিভি ফুটেজ দেখানো-সহ একাধিক দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচী শুরু করলেন অভিভাবকরা ৷
গত সোমবার ঘটনাটি ঘটে বেহালার ওই বেসরকারি স্কুলে ৷ স্কুলে সেদিন চলছিল ডক্টরস ডে সেলিব্রেশন ৷ স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি হেলথ ক্যাম্পের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ ৷ সেই অনুষ্ঠানেই তাদের ছেলেকে যৌন হেনস্থা করা হয় বলে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেন পড়ুয়ার অভিভাবক ৷ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয় ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷
advertisement
advertisement
ওই ছাত্রের বাবা জানিয়েছেন, সোমবার স্কুল থেকে ফেরার পর থেকেই অঝোরে কাঁদছিল তাদের ছেলে ৷ একাধিকবার তাকে জিজ্ঞেস করলেও কিছু বলতেও ভয় পাচ্ছিল সে ৷ এরপরই ওই ছাত্রের মা লক্ষ্য করেন, তাদের ছেলের প্যান্টে রক্ত লেগে রয়েছে এবং গোপনাঙ্গ থেকে রক্ত ঝরছে ৷ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই শিশুটিকে ৷ সেখানেই চিকিৎসকেরা জানান, যৌন হেনস্থার শিকার হয়েছে শিশুটি ৷
advertisement
এরপরই গোটা ঘটনাটি স্কুল কর্তৃপক্ষকে জানান ছাত্রের অভিভাবকেরা ৷ কিন্তু কোনও সাহায্য মেলেনি বলে অভিযোগ পড়ুয়ার মা-বাবার ৷ এমনকী, সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেও তা দেখাতে অস্বীকার করেছে বলে দাবি ওই পড়ুয়ার অভিভাবকের ৷ যদিও স্কুল কর্তৃপক্ষ এই ঘটনার দায় অস্বীকার করেছে ৷
advertisement
ঘটনাটির প্রতিবাদে এগিয়ে এসেছে শিশু সুরক্ষা কমিশনও ৷ ৭ দিনের মধ্যে ঘটনাটির বিস্তারিত রিপোর্ট চেয়ে কলকাতা পুলিশকে চিঠি পাঠিয়েছে শিশু সুরক্ষা কমিশন ৷ স্কুলের গাফিলতি প্রমাণে শোকজ করারও দাবি জানিয়েছেন কমিশনের সদস্যরা ৷
advertisement
view comments
Location :
First Published :
July 06, 2018 10:23 AM IST