Mamata Banerjee’s Letter To PM Modi: 'ধর্ষণ বিরোধী নতুন আইনের প্রয়োজন নেই', মমতার দ্বিতীয় চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

Last Updated:

ধর্ষণ এবং খুন সংক্রান্ত জঘন্য অপরাধের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় কড়া আইনের কথাই উল্লেখ করা আছে, তাই নতুন করে আইন আনার প্রয়োজনীয়তা নেই। ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর পাঠানো দ্বিতীয় চিঠির জবাব দিল কেন্দ্র।

মমতার চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
মমতার চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
নয়াদিল্লি: ধর্ষণ এবং খুন সংক্রান্ত জঘন্য অপরাধের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় কড়া আইনের কথাই উল্লেখ করা আছে, তাই নতুন করে আইন আনার প্রয়োজনীয়তা নেই। ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর পাঠানো দ্বিতীয় চিঠির জবাব দিল কেন্দ্র। আরজি কর কাণ্ডের পর থেকেই নারী নিরাপত্তা নিয়ে উত্তাল রাজ্য থেকে দেশ।
এই ঘটনার পর বিধানসভায় ধর্ষণ সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে কঠোর আইন আনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে কেন্দ্রকেও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে ক্ষেত্রে আরও কঠোর আইন আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার, দ্বিতীয়বার আরও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। সেই চিঠির জবাব দিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী৷ মুখ্যমন্ত্রীকে জবাব দিয়ে তিনি চিঠিতে জানিয়েছেন, ধর্ষণ বিরোধী নতুন কোনও আইন আনার প্রয়োজন নেই। এই প্রসঙ্গে তিনি চিঠিতে জানান, “ভারতীয় ন্যায় সংহিতায় ধর্ষণ ও খুনের জন্য ১০ বছরের সশ্রম কারাদণ্ড থেকে ঘটনার বীভৎসতার উপর নির্ভর করে আজীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে।”
advertisement
advertisement
এই প্রসঙ্গে তিনি আরও লিখেছেন, “কেন্দ্রের পক্ষ থেকে নারী নিরাপত্তায় যথেষ্ট কঠোর আইন আনা রয়েছে। কেন্দ্রও চায় রাজ্য এবং কেন্দ্র সব স্থানেই নারীরা যেন সুরক্ষিত থাকে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে অপরাধীরা যেন শাস্তি পায়। এবং নির্যাতিতার পরিবার যেন সঠিক ন্যায়বিচার পায় তা সুনিশ্চিত করা।”
advertisement
এ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে চিঠিতে উল্লেখ করা হয়, “কেন্দ্রীয় সরকার নারীদের বিরুদ্ধে কোনও ধরনের হিংস্রতা বরদাস্ত করা হবে না। তাঁদের জন্য একটি সুস্থ, স্বাভাবিক, সুরক্ষিত এবং লিঙ্গ নিরপেক্ষ সমাজ গড়তে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর।”
advertisement
এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, “এখনও পর্যন্ত এইরকম স্পর্শকাতর বিষয়ে কোনও উত্তর পাইনি। যদিও কেন্দ্রের তরফ থেকে শুধুমাত্র নারী এবং শিশু কল্যাণ মন্ত্রক যারা এই বিষয়ে এতদিন কোনও মুখ খোলেননি তাঁরা চিঠির উত্তর দিয়েছে।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee’s Letter To PM Modi: 'ধর্ষণ বিরোধী নতুন আইনের প্রয়োজন নেই', মমতার দ্বিতীয় চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement