Shreya Ghoshal on RG Kar Case: আরজি করের প্রতিবাদে শামিল! কলকাতায় কনসার্ট বাতিল করলেন শ্রেয়া, কী জানালেন বাঙালি গায়িকা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Shreya Ghoshal on RG Kar Case: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতার অনুষ্ঠান পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল। শনিবার একটি বিবৃতি দিয়ে নিজের সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাঙালি গায়িকা।
কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতার অনুষ্ঠান পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল। শনিবার একটি বিবৃতি দিয়ে নিজের সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাঙালি গায়িকা। ১৪ সেপ্টেম্বর শহরের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই কনসার্টটি হওয়ার কথা ছিল। আপাতত তা পিছিয়ে অক্টোবর করা হয়েছে। তবে দিনক্ষণ এখনও জানানো হয়নি।
শ্রেয়া বিবৃতিতে জানান, আরজি করের নৃশংস ঘটনা তাঁর মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। তাঁর কথায়, ‘নির্যাতিতা কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছে, তা ভাবতে পর্যন্ত পারছি না। একজন মহিলা হিসাবে এই ঘটনায় নৃশংসতায় গায়ে কাঁটা দিচ্ছে ‘। গায়িকার মতে, এই ঘটনার প্রতিবাদে রুখে দাঁড়ানোই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই কনসার্ট বাতিল করেছেন তিনি। শ্রেয়ার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
advertisement
শ্রেয়া ঘোষালের অবস্থানকে সাধুবাদ জানাই।
RGKor নিয়ে আমাদের সকলের মত তিনিও উদ্বিগ্ন। 14/9 এর অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন।
পাশাপাশি সারা দেশ ও বিশ্বের মহিলাদের সুরক্ষার কথা বলেছেন। কারণ এই ধর্ষণ-খুনের সামাজিক সমস্যা, অপরাধটা নিয়ে সর্বত্রই প্রতিবাদ দরকার। এটা শুধু বাংলার ইস্যু নয়। pic.twitter.com/WOA300lYtX— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 31, 2024
advertisement
advertisement
শ্রেয়া জানান, তিনি এবং তাঁর প্রচারক এফএম সংস্থা বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই নতুন তারিখও জানিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন শ্রেয়া। তিনি লেখেন, ‘শুধু ভারত নয়, সারা বিশ্বের মহিলাদের সম্মান এবং সুরক্ষার জন্য প্রার্থনা করছি।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2024 12:11 PM IST