Bollywood News: শাহরুখ, অক্ষয়দের ত্রাস! এক ভুলেই কেরিয়ার শেষ, নায়কের পরিণতি চোখে জল আনবে

Last Updated:
Bollywood News: নয়ের দশকের এক সুদর্শন অভিনেতা ছিলেন। যিনি শাহরুখ খান, অক্ষয় কুমার থেকে অজয় ​​দেবগণের সঙ্গে কাজ করেছিলেন। তাঁদের প্রতিদ্বন্দ্বীও হয়ে উঠেছিলেন। তিনি অবিনাশ ওয়াধওয়ান।
1/7
বলিউডে এমন অনেক অভিনেতা আছেন যাঁরা সফল হয়েও চলে যান বিস্মৃতির অতলে। কয়েকটি ছবিতে কাজ করে নাম, খ্যাতি, অর্থ পেলেও কিছু ভুল সব নষ্ট করে দেয়। নয়ের দশকের এক সুদর্শন অভিনেতার সঙ্গেও এরকমই কিছু ঘটেছিল। যিনি শাহরুখ খান, অক্ষয় কুমার থেকে অজয় ​​দেবগণের সঙ্গে কাজ করেছিলেন। তাঁদের প্রতিদ্বন্দ্বীও হয়ে উঠেছিলেন। তিনি অবিনাশ ওয়াধওয়ান।
বলিউডে এমন অনেক অভিনেতা আছেন যাঁরা সফল হয়েও চলে যান বিস্মৃতির অতলে। কয়েকটি ছবিতে কাজ করে নাম, খ্যাতি, অর্থ পেলেও কিছু ভুল সব নষ্ট করে দেয়। নয়ের দশকের এক সুদর্শন অভিনেতার সঙ্গেও এরকমই কিছু ঘটেছিল। যিনি শাহরুখ খান, অক্ষয় কুমার থেকে অজয় ​​দেবগণের সঙ্গে কাজ করেছিলেন। তাঁদের প্রতিদ্বন্দ্বীও হয়ে উঠেছিলেন। তিনি অবিনাশ ওয়াধওয়ান।
advertisement
2/7
বলা হয় যে, অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন অবিনাশ। যার ফলে ধীরে ধীরে তিনি ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান। নয়ের দশকে যাঁরা অবিনাশের ছবি দেখেছেন, তাঁরা এখনও অভিনেতাকে মনে রেখেছেন।
বলা হয় যে, অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন অবিনাশ। যার ফলে ধীরে ধীরে তিনি ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান। নয়ের দশকে যাঁরা অবিনাশের ছবি দেখেছেন, তাঁরা এখনও অভিনেতাকে মনে রেখেছেন।
advertisement
3/7
অবিনাশ ইঞ্জিনিয়ারিং পড়তেম। তাঁর আসল নাম রাকেশ ওয়াধাওয়ান। অবিনাশের বাবা-মা চেয়েছিলেন তিনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করুন। কিন্তু তিনি মুম্বই গিয়ে এমবিএ করতে চেয়েছিলেন। সেখানে গিয়ে তিনি একটি হোস্টেলে থাকা শুরু করেন। সেখানেই তাঁর বন্ধুরা তাঁঁকে অভিনয় করার পরামর্শ দেন।
অবিনাশ ইঞ্জিনিয়ারিং পড়তেম। তাঁর আসল নাম রাকেশ ওয়াধাওয়ান। অবিনাশের বাবা-মা চেয়েছিলেন তিনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করুন। কিন্তু তিনি মুম্বই গিয়ে এমবিএ করতে চেয়েছিলেন। সেখানে গিয়ে তিনি একটি হোস্টেলে থাকা শুরু করেন। সেখানেই তাঁর বন্ধুরা তাঁঁকে অভিনয় করার পরামর্শ দেন।
advertisement
4/7
এরপর অবিনাশ মডেলিংয়ের জগতে প্রবেশ করেন। এবং শীঘ্রই তিনি একজন বিখ্যাত মডেল হয়ে ওঠেন। জানা যায়, এমবিএ করার পর তাঁকে একটি কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল। যাতে তিনি লক্ষাধিক মূল্যের প্যাকেজও পেতেন। কিন্তু অবিনাশ হতে চেয়েছিলেন অভিনেতা। তাই তিনি সেই কাজটি করেননি। এরপর অবিনাশ একটি ছবির অফার পান, যাঁর নাম ছিল 'অর প্যায়ার হো গয়া'। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া এই ছবিটি অবিনাশের জন্য নতুন দরজা খুলে দেয়।
এরপর অবিনাশ মডেলিংয়ের জগতে প্রবেশ করেন। এবং শীঘ্রই তিনি একজন বিখ্যাত মডেল হয়ে ওঠেন। জানা যায়, এমবিএ করার পর তাঁকে একটি কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল। যাতে তিনি লক্ষাধিক মূল্যের প্যাকেজও পেতেন। কিন্তু অবিনাশ হতে চেয়েছিলেন অভিনেতা। তাই তিনি সেই কাজটি করেননি। এরপর অবিনাশ একটি ছবির অফার পান, যাঁর নাম ছিল 'অর প্যায়ার হো গয়া'। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া এই ছবিটি অবিনাশের জন্য নতুন দরজা খুলে দেয়।
advertisement
5/7
'ইনসাফ কি পুকার', 'অ্যায়ি মিলন কি রাত', 'রুপি দশ কোটি', 'মীরা কা মোহন', 'জুনুন', 'গীত', 'পুলিশ অর মুজারিম', 'বলমা'-র মতো বহু ছবিতে নিজেকে প্রমাণ করেছেন অবিনাশ। তাঁকে একজন নতুন উদীয়মান তারকা হিসাবে দেখা হত। তাঁর কাছে অনেক ছবির প্রস্তাবও আসতে থাকে। অবিনাশকে তাঁঁর সমসাময়িক অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির চেয়ে এগিয়ে বলে মনে করা হত।
'ইনসাফ কি পুকার', 'অ্যায়ি মিলন কি রাত', 'রুপি দশ কোটি', 'মীরা কা মোহন', 'জুনুন', 'গীত', 'পুলিশ অর মুজারিম', 'বলমা'-র মতো বহু ছবিতে নিজেকে প্রমাণ করেছেন অবিনাশ। তাঁকে একজন নতুন উদীয়মান তারকা হিসাবে দেখা হত। তাঁর কাছে অনেক ছবির প্রস্তাবও আসতে থাকে। অবিনাশকে তাঁঁর সমসাময়িক অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির চেয়ে এগিয়ে বলে মনে করা হত।
advertisement
6/7
অবিনাশ তাঁর ব্যক্তিগত জীবনেও এগিয়ে গিয়েছিলেন। মডেলিং করার সময় ছায়া নামে এক মডেলের সঙ্গে পরিচয় হয়। দু'জনেই একে অপরের প্রেমে পড়েন। ১৯৯০ সালে বিয়ে করেন। কিন্তু বিয়েই ছিল তাঁর জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত।
অবিনাশ তাঁর ব্যক্তিগত জীবনেও এগিয়ে গিয়েছিলেন। মডেলিং করার সময় ছায়া নামে এক মডেলের সঙ্গে পরিচয় হয়। দু'জনেই একে অপরের প্রেমে পড়েন। ১৯৯০ সালে বিয়ে করেন। কিন্তু বিয়েই ছিল তাঁর জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত।
advertisement
7/7
প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে তিনি ২০০৩ সালে মডেল নাতাশা ওয়াধওয়ানকে আবার বিয়ে করেন। সিনেমার পর ছোট পর্দায় কাজ করেছেন তিনি।
প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে তিনি ২০০৩ সালে মডেল নাতাশা ওয়াধওয়ানকে আবার বিয়ে করেন। সিনেমার পর ছোট পর্দায় কাজ করেছেন তিনি।
advertisement
advertisement
advertisement