Ambedkar BirthDay: ১৪ এপ্রিল সারা দেশে ছুটি ঘোষণা কেন্দ্রীয় সরকারের! কেন জানেন?

Last Updated:

Ambedkar BirthDay: দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের অফিস, কলকারাখানা বন্ধ থাকবে ১৪ এপ্রিল। দেশের সমস্ত সরকারি ব্যাঙ্ক এবং পোস্টঅফিসগুলিও বন্ধ থাকবে।

১৪ এপ্রিল ছুটি ঘোষণা
১৪ এপ্রিল ছুটি ঘোষণা
#নয়াদিল্লি: বি আর অম্বেডকরের জন্মদিন উপলক্ষে ১৪ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আজ এই ঘোষণা করেছে কেন্দ্র। বিবৃ্তি জারি করে বলা হয়েছে, দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের অফিস, কলকারাখানা বন্ধ থাকবে ১৪ এপ্রিল। দেশের সমস্ত সরকারি ব্যাঙ্ক এবং পোস্টঅফিসগুলিও বন্ধ থাকবে।
প্রতি বছরই দেশজুড়ে সংবিধান রচয়িতার জন্মদিন পালন করা হয়ে থাকে। চলতি বছর আরও একধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। সরকারি ছুটি ঘোষণা করা হল। সব মন্ত্রককে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
advertisement
গত বছরও ১৪ এপ্রিল ছুটি ঘোষণা করেছিল কেন্দ্র। চলতি বছর ১৪ এপ্রিল বি আর আম্বেদকরের ১৩১ তম জন্ম বার্ষিকী। বাবাসাহেব আম্বেদকরের আসল নাম ভীমরাও রামজি আম্বেদকর। ১৪ এপ্রিল ১৮৯১ সালে তাঁর জন্ম হয়। তাঁর বাবার নাম রামজি সকপল। ১৮৯৭ সাল থেকে তাঁরা মুম্বইয়ে থাকতে শুরু করেন। অম্বেডকরকে ভর্তি করা হয় এলফিনস্টোন হাই স্কুলে? ১৯০৭ সালে ম্যাট্রিক পাশ করে এলফিনস্টোন কলেজে ভর্তি হন। ১৯১২ সালে বম্বে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন।
advertisement
তিনি ছিলেন একজন দার্শনিক, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ। ভারতের সংবিধানের প্রধান কারিগর ছিলেন তিনি। স্বাধীন ভারতবর্ষের প্রথম আইন মন্ত্রী ছিলেন তিনি। পাশাপাশি দলিতদের অধিকারের জন্য সারা জীবন লড়াই করেছেন। বৈষম্য, অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। ১৯৫৬ সালে ৬ ডিসেম্বর মৃত্য়ু হয় বি আর অম্বেডকরের। ১৯৯০ সালে তাঁকে মরোণত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ambedkar BirthDay: ১৪ এপ্রিল সারা দেশে ছুটি ঘোষণা কেন্দ্রীয় সরকারের! কেন জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement