Corona: তৈরি রাখুন! অক্সিজেন নিয়ে রাজ্যগুলিকে বড় নির্দেশ কেন্দ্রের

Last Updated:

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে বেশ কিছু রাজ্যে অক্সিজেন সিলিন্ডারের খামতি দেখা গিয়েছিল।

ফাইল ছবি- রয়টার্স
ফাইল ছবি- রয়টার্স
#নয়া দিল্লি: চিনে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মোদী সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে প্রত্যেকটি রাজ্যকে নোটিশ পাঠানো হয়েছে। সেখানে রাজ্যগুলিকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে। কেন্দ্রের তরফে কোভিড নিয়ে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করা হয়েছে।
advertisement
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে বেশ কিছু রাজ্যে অক্সিজেন সিলিন্ডারের খামতি দেখা গিয়েছিল। নয়াদিল্লি সহ দেশের প্রায় প্রতিটি শহরেই অক্সিজেনের অভাব সামনে এসেছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই অক্সিজেন সিলিন্ডার তৈরি রাখতে নির্দেশ দিয়েছে। নতুন পরামর্শে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন যে সমস্ত রাজ্যের অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করা উচিত। এছাড়াও, PSA সিস্টেমও প্রস্তুত রাখা প্রয়োজন।
advertisement
তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কম এবং বর্তমানে বাড়ছে না। মক ড্রিলগুলি ফলো করুন, কর্মীদের সমস্যা সমাধান করুন এবং চিকিৎসার সরঞ্জামগুলিকে অগ্রাধিকার দিন।
শুক্রবার কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে জানিয়েছিল বড়দিন এবং নববর্ষ উদযাপনের কারণে কোভিড নির্দেশিকাগুলি অনুসরণে পর্যাপ্ত ব্যবস্থা করতে। যদিও সরকার মাস্ক বাধ্যতামূলক করেনি। তবে সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করতে উপদেশ দিয়েছে কেন্দ্র।
advertisement
করোনার জেরে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে চিনে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন কোভিডে। করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ ৭ এর জেরেই চিনে এই বেহাল পরিস্থিতি। পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে কেন্দ্রীয় সরকারও।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Corona: তৈরি রাখুন! অক্সিজেন নিয়ে রাজ্যগুলিকে বড় নির্দেশ কেন্দ্রের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement