Corona: তৈরি রাখুন! অক্সিজেন নিয়ে রাজ্যগুলিকে বড় নির্দেশ কেন্দ্রের
- Published by:Suvam Mukherjee
Last Updated:
করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে বেশ কিছু রাজ্যে অক্সিজেন সিলিন্ডারের খামতি দেখা গিয়েছিল।
#নয়া দিল্লি: চিনে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মোদী সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে প্রত্যেকটি রাজ্যকে নোটিশ পাঠানো হয়েছে। সেখানে রাজ্যগুলিকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে। কেন্দ্রের তরফে কোভিড নিয়ে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করা হয়েছে।
The Ministry of Health and Family Welfare writes to all States/UTs to ensure a functional and regular supply of medical oxygen for Covid19 pandemic management pic.twitter.com/WFQC8LlqTs
— ANI (@ANI) December 24, 2022
advertisement
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে বেশ কিছু রাজ্যে অক্সিজেন সিলিন্ডারের খামতি দেখা গিয়েছিল। নয়াদিল্লি সহ দেশের প্রায় প্রতিটি শহরেই অক্সিজেনের অভাব সামনে এসেছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই অক্সিজেন সিলিন্ডার তৈরি রাখতে নির্দেশ দিয়েছে। নতুন পরামর্শে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন যে সমস্ত রাজ্যের অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করা উচিত। এছাড়াও, PSA সিস্টেমও প্রস্তুত রাখা প্রয়োজন।
advertisement
তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কম এবং বর্তমানে বাড়ছে না। মক ড্রিলগুলি ফলো করুন, কর্মীদের সমস্যা সমাধান করুন এবং চিকিৎসার সরঞ্জামগুলিকে অগ্রাধিকার দিন।
শুক্রবার কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে জানিয়েছিল বড়দিন এবং নববর্ষ উদযাপনের কারণে কোভিড নির্দেশিকাগুলি অনুসরণে পর্যাপ্ত ব্যবস্থা করতে। যদিও সরকার মাস্ক বাধ্যতামূলক করেনি। তবে সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করতে উপদেশ দিয়েছে কেন্দ্র।
advertisement
আরও পড়ুন, দক্ষিণ আফ্রিকায় গ্য়াস ট্য়াঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত বহু! দগ্ধ হয়ে রাস্তায় ছুটছেন মানুষ
করোনার জেরে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে চিনে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন কোভিডে। করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ ৭ এর জেরেই চিনে এই বেহাল পরিস্থিতি। পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে কেন্দ্রীয় সরকারও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 24, 2022 7:39 PM IST