হোম /খবর /দেশ /
৫ বছরে ২৮ কোটি! প্রধানমন্ত্রীর 'পরীক্ষা পে চর্চা'-র খরচ জানালো মোদি সরকার

Pariksha Pe Charcha: ৫ বছরে ২৮ কোটি! প্রধানমন্ত্রীর 'পরীক্ষা পে চর্চা'-র খরচ জানালো মোদি সরকার

পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। File photo

পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। File photo

এই কর্মসূচিতেই গত ২৭ শে জানুয়ারি নিউ দিল্লির তালকাটোরা ইন্ডোর স্টেডিয়াম প্রধানমন্ত্রী ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন।

  • Share this:

নয়াদিল্লি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'পরীক্ষা পে চর্চা'-এর প্রথম পাঁচটি সংস্করণেই খরচ হয়েছে ২৮  কোটি টাকারও বেশি। পরীক্ষা পে চর্চা খাতে গত ৫ বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে খরচ। তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের লিখিত প্রশ্নের জবাবে জানালেন শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী।

'পরীক্ষা পে চর্চা'-র  ষষ্ঠ সংস্করণটি অনুষ্ঠিত হয় চলতি বছরের  ২৭ জানুয়ারি দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে। যদিও ষষ্ঠ সংস্করণের কোনও হিসেব পাওয়া যায়নি কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যে। শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবীর জবাব অনুযায়ী, ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি পরীক্ষা পে চর্চার প্রথম সংস্করণ হয়। সেবার খরচ হয়েছিল ৩ কোটি ৬৭ লক্ষ টাকা। ২০১৯, ২০২০,২০২১ এবং ২০২২ সালের পরীক্ষা পে চর্চায় খরচ হয়েছে যথাক্রমে ৪ কোটি ৯৩ লক্ষ টাকা, ৫ কোটি ৬৯ লক্ষ টাকা, ৬ কোটি টাকা। ২০২২ সালের ১ এপ্রিল পরীক্ষা পে চর্চায় রেকর্ড পরিমাণ টাকা খরচ হয়, ৮ কোটি ১৬ লক্ষ টাকা।

আরও পড়ুন: বঙ্গ বিজেপি'র কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

এই কর্মসূচিতেই গত ২৭ শে জানুয়ারি নিউ দিল্লির তালকাটোরা ইন্ডোর স্টেডিয়াম প্রধানমন্ত্রী ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানটি যাতে রাজ্যেরও সমস্ত স্কুলে দেখানোর ব্যবস্থা হয় সে বিষয়ে সব রাজ্যকেই চিঠি পাঠানো হয়েছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে।

যদিও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেছেন, 'প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এটি এমন একটি কর্মসূচি, যা ছাত্র, অভিভাবক, শিক্ষক এবং সমাজকে একত্রিত করার জন্য একটি পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা। যেখানে প্রতিটি শিশুর নিজস্ব ব্যক্তিত্ব উদযাপন করা, উৎসাহিত করা এবং নিজেকে প্রকাশ করার অনুমতি দেওয়া হয়'। ২৩ জানুয়ারির 'পরীক্ষা পে চর্চা' উপলক্ষে ছবি আঁকা প্রতিযোগিতাটি মোট ৯টি বিষয়ের উপর হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি সাংসদ এবং বিজেপির নেতারা প্রধানমন্ত্রীর এই পরীক্ষা পে চর্চা কর্মসূচি নিয়ে প্রচার কর্মসূচি নিয়েছেন।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Narendra Modi, Parisksha Pe Charcha