Central Government: বড় চমক! লোকসভা ভোটের আগে উত্তর পূর্ব ভার‍তে নজিরবিহীন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের

Last Updated:

Central Government: জনজাতিদের সাংবিধানিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সম্পাদিত ত্রিপাক্ষিক চুক্তি ঐতিহাসিক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নজিরবিহীন পদক্ষেপ  কেন্দ্রীয় সরকারের
নজিরবিহীন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের
ত্রিপুরাঃ জনজাতিদের সাংবিধানিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সম্পাদিত ত্রিপাক্ষিক চুক্তি ঐতিহাসিক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যেকোন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য আন্তরিক কেন্দ্র ও রাজ্য সরকার, প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সাহা।  জনজাতিদের বিভিন্ন সাংবিধানিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একটি ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনেকদিন ধরেই তিপ্রামোথা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের গোচরে নিয়ে আসছিল। বিভিন্ন সময়ে তাদের সঙ্গে আলোচনাও হয়েছে। শেষপর্যন্ত সেই ঐতিহাসিক দিন এলো। সরকার চায় ত্রিপুরা রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে। সমস্যার সৃষ্টি করে নয়, সমস্যা সমাধান করেই এই সরকার মানুষের পাশে থাকতে চায়। চুক্তি স্বাক্ষর হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তিপ্রামোথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষের সার্বিক কল্যাণে আন্তরিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকেই জনজাতিদের উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন তিনি। জনজাতিদের বিকাশে মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা শনিবার আরও একবার প্রত্যক্ষ করলেন রাজ্যের জনজাতি সম্প্রদায়। ২ ফেব্রুয়ারি, ২০২৪ দিনটি ত্রিপুরার জন্য বাস্তবিক অর্থে একটি ঐতিহাসিক দিন হয়ে থাকলো। এদিনই দুপুরে নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ও তিপরামোথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মার উপস্থিতিতে জনজাতিদের সার্বিক কল্যাণ ইস্যুতে একটি ত্রিপাক্ষিক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং তিপরামোথার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
advertisement
আরও পড়ুনঃ খুশির আবহ জামনগরে! ‘ঘর মোরে পরদেশিয়া’-র ‘ঘর মোরে পরদেশিয়া’-র তালে পা মেলালেন নীতা-ইশা
চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, তিপরামোথা প্রেসিডেন্ট বিজয় কুমার রাঙ্খল, এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা-সহ কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকগণ। চুক্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সরকারের পক্ষে অতিরিক্ত সচিব পীযুষ গোয়েল এবং রাজ্য সরকারের পক্ষে মুখ্যসচিব জে কে সিনহা। চুক্তি স্বাক্ষরের পর এদিন রাতে রাজ্যে ফিরে মহাকরণে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
advertisement
advertisement
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকার চাইছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শান্তি স্থাপনের মাধ্যমে বিকাশের দিশায় এগিয়ে নিয়ে যেতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন হবে না ততক্ষণ দেশ উন্নত হবে না। আজকের ত্রিপাক্ষিক চুক্তি খুবই ঐতিহাসিক হয়ে থাকবে। এর মাধ্যমে জাতি জনজাতি সকল অংশের মানুষের সম্মিলিত প্রয়াসে এক শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার কাজ একধাপ এগিয়ে গেল। কারণ শান্তি সম্প্রীতি না থাকলে উন্নয়ন হবে না। আগে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে উগ্রবাদ ছিল। ত্রিপুরা রাজ্যেও একটা সময় এনএলএফটি-সহ বিভিন্ন উগ্রবাদীদের অস্তিত্ব ছিল। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আজ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শান্তি ফিরেছে। সমাজের মূলস্রোতে ফিরে এসেছেন উগ্রবাদীরা। এখনও কিছু অংশ আত্মসমর্পন করে মূলস্রোতে ফিরে আসছেন। ২০১৯ সালে এনএলএফটি চুক্তি, ২০২০ সালে ব্রু রিয়াংদের সঙ্গে চুক্তি, ২০২১ সালে কার্বি চুক্তি, ২০২২ সালে আদিবাসী চুক্তি, ২০২৩ সালে আসাম অরুণাচল সীমান্ত বিবাদ সংক্রান্ত চুক্তি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়। এরমধ্যে আজ দিল্লিতে সম্পাদিত ত্রিপাক্ষিক চুক্তিও উল্লেখযোগ্য হয়ে থাকবে।’
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘আজকের যে চুক্তি সম্পাদিত হয়েছে সেটা সকলে মিলে বাস্তবায়ন করব। যেকোন ধরণের সমস্যা থাকলে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ঐতিহাসিক এই চুক্তিতে ত্রিপুরার জনজাতিদের ইতিহাস, ভূমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচয়, সংস্কৃতি ও ভাষা সম্পর্কিত সমস্ত সমস্যা সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সম্মানজনকভাবে জনজাতিদের বিভিন্ন সমস্যার সমাধান বাস্তবায়নে পারস্পরিক সম্মতির ভিত্তিতে একটি যৌথ কার্যকরী টিম গঠনের কথাও চুক্তিতে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি চুক্তি বাস্তবায়নের জন্য অনুকূল পরিবেশ বজায় রাখতে চুক্তির অংশীদারদের যে কোনও ধরণের প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।’
advertisement
দিল্লিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘ত্রিপুরার জন্য একটি ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে বিদ্রোহ মুক্ত, সহিংসতা মুক্ত ও বিরোধ-মুক্ত উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশের রূপরেখা বাস্তবায়নে বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর পূর্বে ১০ হাজার মানুষ অস্ত্র ছেড়ে মূল স্রোতে ফিরে এসেছেন। এতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিকাশের রাস্তা প্রশস্ত হয়েছে এবং উন্নয়নের সদর্থক পরিবেশ তৈরি হয়েছে।’
advertisement
উল্লেখ্য, রাজ্যের জনজাতি অংশের মানুষের বিভিন্ন সাংবিধানিক অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছিলেন তিপরা মোথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এরমধ্যে কিছুদিন আগে দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরণ অনশনের আহ্বান জানিয়েছিলেন তিনি। সে মোতাবেক গত ২৮ ফেব্রুয়ারি থেকে বড়মুড়ার হাতাইকতরে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন প্রদ্যুৎ ও তার অনুগামীরা। আর সেদিনই দিল্লি থেকে জরুরি ফোন পেয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের জন্য দুপুর বেলায় দিল্লি পাড়ি দেন তিপরা মথা প্রধান। এরপর শুক্রবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ হওয়ার পর রাতেই দিল্লির উদ্দেশ্যে উড়ে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নেতৃত্বে একটি উচ্চপদস্থ টিম। অবশেষে  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী ডাঃ সাহার উপস্থিতিতে স্বাক্ষরিত হয় জনজাতি কল্যাণে ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Central Government: বড় চমক! লোকসভা ভোটের আগে উত্তর পূর্ব ভার‍তে নজিরবিহীন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement