Anant Ambani-Radhika Merchant: খুশির আবহ জামনগরে! 'ঘর মোরে পরদেশিয়া’-র 'ঘর মোরে পরদেশিয়া’-র তালে পা মেলালেন নীতা-ইশা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Anant Ambani-Radhika Merchant: ছোট ছেলে অনন্ত আম্বানি এবং হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবে আনন্দঘন মুহূর্তে দেখা গেল নীতা আম্বানি এবং ইশা আম্বানি।
জামনগরঃ ছোট ছেলে অনন্ত আম্বানি এবং হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবে আনন্দঘন মুহূর্তে দেখা গেল নীতা আম্বানি এবং ইশা আম্বানি। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উদযাপনে ‘কলঙ্কের’ জনপ্রিয় ট্র্যাক ‘ঘর মোরে পরদেশিয়ায়’ গানে পারফর্ম করেছেন। প্রি-ওয়েডিং পার্টির দ্বিতীয় দিন হয়েছিল জামনগরে।
আরও পড়ুনঃ নাচে-গানে খুশির আবহ জামনগরে! ‘প্যায়ার হুয়া ইকরার হুয়া’র তালে পা মেলালেন মুকেশ-নীতা
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে মা-মেয়ে নীতা এবং ইশা বলিউডের বিখ্যাত গানে নৃত্য পরিবেশন করেন। নীতা আম্বানিকে ঝলমলে সোনালি ও রুপোলি শাড়ি দেখা গেছে। ঈশা তাঁর সঙ্গে একই রঙের পোশাকে জুটি বেঁধেছিলেন। তিন দিনের প্রাক-বিবাহ উদযাপনের দ্বিতীয় দিনে তাদের নাচ অনুষ্ঠিত হয়েছিল। মেয়ের সঙ্গে পারফরম্যান্সের পাশাপাশি নীতা আম্বানিকে তাঁর স্বামী মুকেশ আম্বানির সঙ্গে রোমান্টিক পারফরম্যান্সে করতে দেখা গিয়েছে।
advertisement
advertisement
advertisement
রাধিকা-অনন্তের এই প্রাক-বিবাহ উৎসবের আসরে বসেছে চাঁদের হাট। সেখানে যোগ দিয়েছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, অক্ষয় কুমার, জাহ্নবী কাপুর, কিয়ারা আডবানি, সিদ্ধার্থ মালহোত্রা, সাইনা নেহওয়াল, শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে, আদিত্য রয় কাপুর, হার্দিক পাণ্ড্য, সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, সইফ আলি খান, করিনা কাপুর খান, নীতু কাপুর এবং মাধুরী দীক্ষিত-সহ আরও অনেক তারকা।
advertisement
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট প্রাক বিবাহের অনুষ্ঠান শুরু হয়েছে ১ মার্চ থেকে৷ ১-৩ তারিখ গুজরাতের জামনগরে রিলায়েন্স গ্রিনস-এ অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহের একাধিক অনুষ্ঠান নানা রকম চমক নজর কাড়ছে সকলের ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2024 1:00 PM IST