Pahalgam Terror Attack: জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা শরীর, একসঙ্গে আর ফেরা হল না বাড়িতে...! কাশ্মীরে আটকে থাকা পর্যটকদের ফেরাতে বিরাট উদ্যোগ কেন্দ্রের
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Pahalgam Terror Attack: জম্মু-কাশ্মীরে আটকে থাকা পর্যটকদের ফেরাতে সাত আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া চালু করে দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর। বহু পর্যটক এখনও আটকে আছে। আজও বেশ কয়েকটি স্পেশ্যাল ট্রেন দিল্লি অবধি চালানো হবে। বিমান ভাড়ায় নজর রাখছে কেন্দ্র।
কলকাতা: গরমের ছুটি পড়তে না পড়তেই কাশ্মীর যাওয়ার হিড়িক শুরু হয় ভ্রমণপ্রেমীদের। তেমনই এপ্রিল ও মে মাসে ভরা মরশুমে ভ্রমণপিপাষু পর্যটকরা ছুটে যান ভুস্বর্গ কাশ্মীরে । কিন্তু তার মধ্যেই পহেলগাঁও রক্তাক্ত হয়েছে জঙ্গি হানায়। তারপর থেকে পর্যটকদের মনে নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে।
জম্মু-কাশ্মীরে আটকে থাকা পর্যটকদের ফেরাতে সাত আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া চালু করে দেওয়া হয়েছে ২৪x৭ হেল্পলাইন নম্বর। বহু পর্যটক এখনও আটকে আছে। আজও বেশ কয়েকটি স্পেশ্যাল ট্রেন দিল্লি অবধি চালানো হবে। বিমান ভাড়ায় নজর রাখছে কেন্দ্র। আজকেও কলকাতা থেকে একাধিক বুকিং বাতিল। এছাড়াও আগামী মাসের ট্যুর কার্যত হবে না বলে পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement

advertisement
আজকে কুন্ডু স্পেশ্যালের ২ টো কাশ্মীর ট্রিপ ছিল৷ দুটোই আজকের জন্য বাতিল করা হয়েছে৷ প্রায় ৫৬ জন যাওয়ার কথা ছিল৷ এবং আজ থেকেই তাদের প্রত্যেককে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে৷ পর্যটকেরা অনেকেই নিজেরা তাদের ট্যুর বাতিল করেছেন৷ কুন্ডু স্পেশ্যালের বক্তব্য,যে ধরণের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, তাতে কী হবে তা তো আগে থেকে আগাম আঁচ করা যাচ্ছে না সেই কারণেই ট্যুর বাতিল৷
advertisement
জম্মু কাশ্মীরের ট্যুরিসম ডিপার্টমেন্টের থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, আজকে বিমান, সড়ক ও রেলপথে প্রায় ২০ হাজারের বেশি ট্যুরিস্ট জম্মু এবং কাশ্মীর থেকে বেরিয়ে আসছে৷ এবং সন্ধের মধ্যে আরও ২টো স্পেশ্যাল ট্রেন দেওয়া হবে, তাতে জম্মু, কাটরা স্টেশন থেকে সমস্ত পর্যটকদের দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷ যারা পহেলগাঁও এবং গুলমার্কের কাছাকাছি রয়েছেন তাদেরকে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা সিকিউরিটি ফোর্সের সঙ্গে কথা বলে কে কোথায় রয়েছেন তাদেরকে চিহ্নিত করে দ্রুত বার করে আনার চেষ্টা চালানো হচ্ছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2025 2:28 PM IST