Home /News /national /
সিবিআই বনাম সিবিআই তরজায়, সংবাদ শিরোনামে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, নয়া সংযোজন 'গুপ্তচরবৃত্তি'

সিবিআই বনাম সিবিআই তরজায়, সংবাদ শিরোনামে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, নয়া সংযোজন 'গুপ্তচরবৃত্তি'

 • Share this:

  Special Report : Anil Rai

  #নয়াদিল্লি:    দেশজুড়ে চলছে একটাই চর্চা ৷ সিবিআই বনাম সিবিআইয়ের তরজায় নতুন নতুন তথ্য উঠে আসছে ৷ প্রকাশ্য গৃহযুদ্ধ থামাতে কখনও আসরে নেমেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আবার কখনও প্রকাশ জাভাড়েকর। বাড়ছে কেন্দ্র বনাম বিরোধী চাপানউতোর ।

  কোনও এক অজ্ঞাত কারণে ছুটিতে পাঠানো হয়েছে সিবিআইয়ের ডিরেক্টর অলোক ভার্মাকে ৷ ছুটিতে পাঠানো হয়েছে সিবিআই কর্তা রাকেশ আস্থানাকেও ৷ অলোক ভার্মার স্থলাভিষিক্ত করা হয়েছে নাগেশ্বর রাওকে ৷

  গতকালই সিবিআইয়ের তল্লাশি চলেছে অলোক বর্মার বাসভবনে ৷ রাকেশ আস্থানাকেও বিরুদ্ধে উঠেছে ঘুষ নেওয়ার অভিযোগ ৷ কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার বেনিয়মে গত কয়েকদিন তোলপাড় হয়েছে দেশের রাজনীতি ৷

  আজ এর প্রতিবাদে দিল্লি, লখনউয়ে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে ৷ প্রতীকী গ্রেফতার হয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও ৷ চলছে আন্দোলন পাল্টা আন্দোলনের রূপরেখা নির্ধারণের কার্যকলাপ ৷ শীর্ষ আদালতের রোষের মুখে পড়েছে সিবিআই ৷ এমতাবস্থায় এই দ্বন্দ্ব আর কেবলমাত্র সিবিআই -এর অন্দরমহলে সীমাবদ্ধ নেই , এটি জাতীয় রাজনীতির সমান্তরাল হয়েই দাঁড়িয়েছে।

  First published:

  Tags: Alok Verma, CBI issue, Corruption Charges, Modi Government, Nageshwar Rao

  পরবর্তী খবর