Coromandel express accident: ঘটনার দিন কারা ডিউটিতে, কাদের ছুটি? মামলা রুজু করে তথ্য সংগ্রহ শুরু করল সিবিআই
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সিবিআই-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রেল মন্ত্রকের অনুরোধ এবং ওড়িশা সরকারের অুমোদনের পর বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে তারা৷ সেই তদন্তেরই সূত্র ধরে এফআইআর দায়ের করা হয়েছে৷
আরও পড়ুন: বীভৎস…! হাসপাতালে হাসপাতালে হাহাকার! মৃতদেহ চেনার জন্য এবার ‘ছবি’-সহ তালিকা প্রকাশ রেলের, রইল লিঙ্ক
advertisement
এই ঘটনার প্রাথমিক তদন্তে রেলের পক্ষ থেকে যা ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে মানুষের কোনও ভুল বা অন্তর্ঘাতের দিকে ইঙ্গিত করা হয়েছে৷ কারণ, সিগন্যাল সবুজ থাকা সত্ত্বেও পয়েন্টে ভুল থাকায় মেন লাইন ছেড়ে লুপ লাইনে ঢুকে পড়ে করমণ্ডল এক্সপ্রেস৷ যার জেরে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা৷ মনে করা হচ্ছে, যেহেতু মানুষের ভুল এবং অন্তর্ঘাতের দিকেই প্রথম থেকে ইঙ্গিত করা হচ্ছে, সেই কারণেই সিবিআই তদন্তের উপরে জোর দেওয়া হয়েছে৷ যদিও সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পবন বনশলের মতো প্রাক্তন রেলমন্ত্রীরা৷
advertisement
আরও পড়ুন: ‘সত্য যেন চাপা না দেওয়া হয়, আসল তথ্য বেরিয়ে আসুক’, কটক হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এ দিন ঘটনাস্থলে গিয়ে বাহনগা স্টেশনের সিগন্যাল রুমে যান সিবিআই আধিকারিকরা৷ দুর্ঘটনার দিন কারা ডিউটিতে ছিলেন, কোন রেলকর্মীদের ছুটি ছিল, পয়েন্ট বদলের কোনও নির্দেশ দেওয়া হয়েছিল কি না, এসব তথ্য সংগ্রহ করতে শুরু করেছেন তদন্তকারীরা৷
advertisement
সিবিআই তদন্তের পাশাপাশি অবশ্য কমিশনার অফ রেলওয়ে সেফটির বা সিআরএস তদন্তও সমান্তরাল ভাবে চলছে৷ কমিশনার অফ রেলওয়ে সেফটি এ এম চৌধুরী অবশ্য দাবি করেছেন, সিবিআই এবং সিআরএস তদন্তে সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়ের উপরে জোর দেওয়া হয়৷ ফলে সমান্তরাল ভাবে দুটি তদন্ত চলতেই পারে৷ যদিও তদন্ত শেষ হতে সময় লাগবে বলেই জানিয়ে দিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 4:41 PM IST