Coromandel Express Accident: 'সত্য যেন চাপা না দেওয়া হয়, আসল তথ্য বেরিয়ে আসুক', কটক হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের দেখতে আজ ফের ওড়িশায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বালেশ্বর: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের দেখতে আজ ফের ওড়িশায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেলা বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে ভুবনেশ্বর এয়ারপোর্ট পৌঁছন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে করে কটক মেডিক্যাল কলেজ সংলগ্ন হেলিপ্যাডে নামেন। সেখান থেকে সড়কপথে কটক মেডিক্যাল কলেজ যান।
কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সার্জারি, নিউরোসার্জারি ও অর্থোপেডিক বিভাগে এই মুহূর্তে বাংলার ৫৭ জন চিকিত্‍সাধীন। হাসপাতাল সূত্রে জানা যায়, এদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। ৮ জন রয়েছেন আইসিইউতে! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিত্‍সাধীন ব্যক্তিদের খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের বাড়ির লোকজনের সঙ্গেও কথা বলেন। হাসপাতালে আহতদের চিকিত্সা ব্যবস্থা সম্পর্কে ডাক্তারদের থেকে খোঁজ নেন। মুখ্যমন্ত্রীর ভাষায়, ” আমি কটক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে প্রতিটি নার্স, স্বাস্থকর্মী ও অন্যান্য সমস্ত কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। দুর্ঘটনায় আক্রান্ত সবাইকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। আমরা এখনও পর্যন্ত ১০০টি অ্যাম্বুল্যান্স পাঠিয়েছে।”
advertisement
মমতা আরও বলেন, ” ওড়িসায় এখনও পশ্চিমবঙ্গের ৯৭ জন চিকিৎসাধীন। এরমধ্যে কটক মেডিকাল কলেজে ৫৭ জন চিকিৎসাধীন। আমার কাছে যা রিপোর্ট আছে, তাতে দেখছি ৩১ জন এখনও নিখোঁজ। যাঁরা ওড়িশায় চিকিৎসাধীন, তাঁরা যদি চান রাজ্যে ফিরতে, আমরা ফেরত নিয়ে যাব।” মুখ্যমন্ত্রীর দাবি, ” সত্য যেন চাপা দেওয়া না হয়। আসল তথ্য বেরিয়ে আসুক। ”
advertisement
advertisement
উল্লেখ্য, করমণ্ডল কাণ্ডের তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্ত চালাচ্ছে রেল সুরক্ষা কমিশনও। মঙ্গলবারই সিবিআইয়ের ১০ জনের একটি দল পৌঁছয় ঘটনাস্থলে। তাঁরা ওই এলাকাটি খতিয়ে দেখেন। তাঁরা এ সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করেন। মঙ্গলবার সকাল ১০:৫০ মিনিট নাগাদ ঘটনাস্থলে আসেন সিবিআইয়ের আধিকারিক -সহ ১০ জনের একটি দল। এদিন তারা প্রথমেই যান দুর্ঘটনাস্থলে ৷ যে পয়েন্টে দুর্ঘটনা ঘটেছিল অর্থাৎ ১৭এ পয়েন্ট, সেখানে রেলের আধিকারিকদের সঙ্গে গোটা বিষয়টি খতিয়ে দেখে সিবিআই৷ এরপর দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগি দেখতে দেখতে চলে আসেন স্টেশনে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel Express Accident: 'সত্য যেন চাপা না দেওয়া হয়, আসল তথ্য বেরিয়ে আসুক', কটক হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement