Home /News /national /
চিদম্বরমের বাড়িতে উপস্থিত সিবিআই, পাঁচিল টপকে বাড়ির ভিতর প্রবেশ করলেন সিবিআই আধিকারিক

চিদম্বরমের বাড়িতে উপস্থিত সিবিআই, পাঁচিল টপকে বাড়ির ভিতর প্রবেশ করলেন সিবিআই আধিকারিক

সিবিআই তদন্তকারীদের সঙ্গে ছিলেন ইডির প্রতিনিধিরাও। চিদম্বরমের সঙ্গে রয়েছেন দুই আইনজীবী। রয়েছেন অভিষেক মনু সিংভি ও কপিল সিবল

 • Share this:

  #নয়াদিল্লি:    ২৭ ঘণ্টা পরে কংগ্রেসের সদর দফতরে আত্মপ্রকাশ করেছেন পি চিদম্বরম । INX Media মামলায় তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই ও তাঁর বিরুদ্ধে সরাসরি মিথ্যাচার করা হচ্ছে, স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ।সাংবাদিক সম্মেলনের পর জোড়বাগে নিজের বাড়িতে ফিরেছেন চিদম্বরম । ঘটনার নয়া মোড় এখানেই ।

  চিদম্বরমের বাড়ির প্রধান ফটক বন্ধ ছিল ও তাই রীতিমত বাড়ির পাঁচিল টপকে চিদম্বরমের বাড়িতে ঢুকে পড়লেন সিবিআই অফিসাররা । সিবিআই দলে ১৫-২০ জন আধিকারিক উপস্থিত হয়েছেন চিদম্বরমের বাড়িতে ও ভিতরে ঢুকে গেট খোলেন সিবিআই অফিসার । সিবিআই  তদন্তকারীদের সঙ্গে ছিলেন ইডির প্রতিনিধিরাও। চিদম্বরমের সঙ্গে রয়েছেন দুই আইনজীবী। রয়েছেন অভিষেক মনু সিংভি ও কপিল সিবল।

  First published:

  Tags: INX Media Case, Kapil Sibal, P Chidambaram

  পরবর্তী খবর