নোট ভোগান্তি চলবে আরও ৭ দিন !
Last Updated:
নগদ টাকার খোঁজে এখনও হন্যে মানুষ। তবে আরও অন্তত ৭ দিনের আগে সমস্যা মেটার কোনও সম্ভাবনা নেই।
#কলকাতা: নগদ টাকার খোঁজে এখনও হন্যে মানুষ। তবে আরও অন্তত ৭ দিনের আগে সমস্যা মেটার কোনও সম্ভাবনা নেই। স্বীকার করে নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রকই। সমস্যা সামনে আসতেই স্পষ্ট হয়েছে অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্কের সমন্বয়ের অভাবও। আগামী দু-দিনে এটিএমে নগদের যোগান বাড়বে। তবে তাদের চাহিদা পূরণ সম্ভব নয়।
নোট ভোগান্তি চলবে আরও ৭ দিন জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। নোটের জোগান বাড়াতে প্রস্তুতি চলছে। কিন্তু প্রয়োজনীয় নোট-ই তো নেই। না রিজার্ভ ব্যাঙ্ক না, অন্য কোথাও ৷
গত দু-দিনে মাত্র ২৫ শতাংশ এটিএমে টাকা জমা হয়েছে
advertisement
সেই নোট দ্রুত ফুরিয়েও যায়
আরবিআইয়ের কারেন্সি চেস্টে ১৭৫ কোটি টাকা
advertisement
আগামী দু-দিনে ৩৯ হাজার এটিএমে টাকা ভরা হবে
ব্যাঙ্কের নগদের চাহিদাও মেটাতে হবে
দেশের ১৭ টি রাজ্যে নগদ সংকট তীব্র। বিশেষত উত্তর পূর্বের অনেক রাজ্যে কোনও এটিএমেই টাকা নেই। এই অবস্থায় খুব তাড়াতাড়ি সংকট মেটা অসম্ভব বলেই জানাচ্ছে অর্থমন্ত্রক।
অবস্থা স্বাভাবিক হতে আরও ৫-৭ দিন লাগবে। সমস্যা মেটাতে আমাদের কাছে কোনও জাদুদণ্ড নেই।
advertisement
নোট বাতিলের সময় যা হয়নি, নোটের ঘাটতিকে ঘিরে সেটাই ঘটছে। একে অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ক।
কেন এই অবস্থা? বিভিন্ন সূত্রে থেকে উঠে আসছে হরেক সম্ভাবনা।
আরবিআইয়ের বণ্টন নীতিতে বদল
নতুন নোট ছাপানোর পরিমাণ কমেছে
ডিজিটালের বদলে আচমকাই নোটের চাহিদা ১৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে
কৃষিক্ষেত্রে পাইকারি কেনাবেচার কারণেও চাহিদা বেড়েছে
advertisement
সংকটের মুখে নতুন করে উঠছে এটিএম ও ব্যাঙ্কে নগদ বণ্টনের নীতি বদলের দাবি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 19, 2018 12:02 PM IST