চায়ের দোকানের সামনে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন, ১২ জন পরীক্ষার্থীকে পিষে দিল ট্যুরিস্ট গাড়ি!

Last Updated:

১২ জন এমপিএসসি পরীক্ষার্থীর উপর দিয়ে বেপরোয়া গাড়ি চলে গেল। চালক মদ্যপ অবস্থায় ছিল বলে জানা যাচ্ছে। করা শাস্তির দাবি!

চায়ের দোকানের সামনে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন, ১২ জন পরীক্ষার্থীকে পিষে দিল ট্যুরিস্ট গাড়ি!
চায়ের দোকানের সামনে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন, ১২ জন পরীক্ষার্থীকে পিষে দিল ট্যুরিস্ট গাড়ি!
২০২৪ সালের পোর্শে দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা পুণেবাসীর মনে। তার মধ্যেই শনিবার সন্ধ্যায় ফের ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। সাধাশিব পেঠের ভবে হাই স্কুলের সামনে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা ১২ জন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিপ্রার্থী পড়ুয়ার উপর আচমকা উঠে গেল একটি বেপরোয়া গতিতে আসা গাড়ি।
জানা গিয়েছে, আহত সবাই মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের (এমপিএসসি) প্রস্তুতি নিচ্ছিলেন। সন্ধ্যা প্রায় ৫টা ৩০ মিনিটে নাথসাই নামের একটি চায়ের দোকানের সামনে তাঁরা দাঁড়িয়ে ছিলেন। সেই সময় হুন্ডাই ট্যুরিস্ট মডেলের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল এবং চালক ছিলেন মদ্যপ অবস্থায়।
advertisement
advertisement
পুনেতে বেপরোয়া গাড়ির ধাক্কায় এমপিএসসি পরীক্ষার্থীরা আহত, চালক আটক
পুনেতে বেপরোয়া গাড়ির ধাক্কায় এমপিএসসি পরীক্ষার্থীরা আহত, চালক আটক
advertisement
ধাক্কায় কয়েকজন পরীক্ষার্থী ছিটকে পড়েন, কয়েকজনের উপর দিয়ে গাড়ি চলে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন বিশ্রামবাগ থানার অফিসার বিজয়ামালা পাওয়ার ও অন্যান্য পুলিশ আধিকারিকরা। আহতদের মধ্যে কয়েকজনকে সাঞ্জেতি ও মোডক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, সকলেরই অবস্থা বর্তমানে স্থিতিশীল।
ঘটনার পর এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। বিশ্রামবাগ থানার পুলিশ গাড়িচালককে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
এভাবে প্রকাশ্য রাস্তায় চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা নিরীহ পড়ুয়াদের উপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় ফের একবার শহরের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। পুলিশের ভূমিকা, নজরদারি এবং বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও উঠছে।
বাংলা খবর/ খবর/দেশ/
চায়ের দোকানের সামনে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন, ১২ জন পরীক্ষার্থীকে পিষে দিল ট্যুরিস্ট গাড়ি!
Next Article
advertisement
Mamata Banerjee on Darjeeling: চিন্তার কিছু নেই, পাহাড়ে বিপর্যয়ের পর বললেন মমতা! আশ্বাস দিলেন পর্যটকদেরও
চিন্তার কিছু নেই, পাহাড়ে বিপর্যয়ের পর বললেন মমতা! আশ্বাস দিলেন পর্যটকদেরও
  • পাহাড়ে প্রবল বৃষ্টির ফলে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম । একের পর এক এলাকায় ধস নেমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০।

VIEW MORE
advertisement
advertisement