রাতের নীরবতা ভেঙে যাত্রীদের আর্তচিৎকার! ব্রিজ ধসে ট্রেন লাইনচ্যুত! নিহত ৭, আহত ৩০

Last Updated:

অন্ধকার রাতের নিস্তব্ধতা ভেঙে এক মুহূর্তে ছিটকে গেল যাত্রীবাহী ট্রেনের কামরাগুলি। সজোরে কেঁপে উঠল রেলপথ, ধসে পড়ল সড়ক সেতুর একাংশ। যাত্রীদের চিৎকার, ধোঁয়ার ঘনঘটা আর ধ্বংসস্তূপের মধ্যে শুরু হল উদ্ধার তৎপরতা।

রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে সেতু ধসে ট্রেন লাইনচ্যুত হয়ে সাতজনের মৃত্যু ও ৩০ জন আহত হয়েছেন। গভর্নর আলেক্সান্দর বোগোমাজ এই তথ্য জানিয়েছেন।  দুর্ঘটনাটি ক্লিমভ ও মস্কোর মধ্যে ঘটে।
রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে সেতু ধসে ট্রেন লাইনচ্যুত হয়ে সাতজনের মৃত্যু ও ৩০ জন আহত হয়েছেন। গভর্নর আলেক্সান্দর বোগোমাজ এই তথ্য জানিয়েছেন। দুর্ঘটনাটি ক্লিমভ ও মস্কোর মধ্যে ঘটে।
অন্ধকার রাতের নিস্তব্ধতা ভেঙে এক মুহূর্তে ছিটকে গেল যাত্রীবাহী ট্রেনের কামরাগুলি। সজোরে কেঁপে উঠল রেলপথ, ধসে পড়ল সড়ক সেতুর একাংশ। যাত্রীদের চিৎকার, ধোঁয়ার ঘনঘটা আর ধ্বংসস্তূপের মধ্যে শুরু হল উদ্ধার তৎপরতা। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে সেতু ধসে ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত্যু হল অন্তত সাতজনের। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন, যাঁদের মধ্যে দু’জন শিশু রয়েছে।
এই মর্মান্তিক ঘটনার কথা জানিয়েছেন ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেক্সান্দর বোগোমাজ। তাঁর কথায়, ‘‘রেললাইনের উপর সেতু ভেঙে পড়ায় সাতজনের মৃত্যু হয়েছে। ৩০ জন আহতকে, যাঁদের মধ্যে দু’জন শিশু, চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।’’
advertisement
advertisement
রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে সেতু ধসে ট্রেন লাইনচ্যুত হয়ে সাতজনের মৃত্যু ও ৩০ জন আহত হয়েছেন। গভর্নর আলেক্সান্দর বোগোমাজ এই তথ্য জানিয়েছেন। দুর্ঘটনাটি ক্লিমভ ও মস্কোর মধ্যে ঘটে।
advertisement
রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে সেতু ধসে ট্রেন লাইনচ্যুত হয়ে সাতজনের মৃত্যু ও ৩০ জন আহত হয়েছেন। গভর্নর আলেক্সান্দর বোগোমাজ এই তথ্য জানিয়েছেন। দুর্ঘটনাটি ক্লিমভ ও মস্কোর মধ্যে ঘটে।
মস্কো রেলওয়ের দাবি, “পরিবহণ ব্যবস্থায় বেআইনি হস্তক্ষেপ”-এর ফলেই এই সেতু ধস। স্থানীয় সময় রাত ১০টা ৪৪ মিনিটে (জি এম টি ১৯৪৪) পিলশিনো ও ভিগোনিচি স্টেশনের মাঝখানে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী ট্রেনটি ক্লিমভ ও মস্কোর মধ্যে চলাচল করছিল বলে জানানো হয়েছে।
advertisement
রাশিয়ার রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনার ফলে অন্যান্য ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি। রাশিয়ার প্রশাসনের তরফে অনলাইনে যে ছবিগুলি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে ভেঙে পড়া সেতুর ধ্বংসস্তূপ, ক্ষতিগ্রস্ত গাড়ি এবং ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। দুর্ঘটনাস্থল ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
রাতের নীরবতা ভেঙে যাত্রীদের আর্তচিৎকার! ব্রিজ ধসে ট্রেন লাইনচ্যুত! নিহত ৭, আহত ৩০
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement