কর্ণাটকে কংগ্রেসের প্রতিশ্রুতি পূরণে খরচ ৫০ হাজার কোটি, ঘাটতি মিটবে? প্রশ্ন বিশেষজ্ঞদের

Last Updated:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিন্যান্স অ্যান্ড পলিসির অধ্যাপক লেখা চক্রবর্তী জানিয়েছেন, আর্থিক জরুরি অবস্থায় প্রশাসনকে বিশেষ ব্যবস্থা নিতে হয়। কিন্তু এভাবে খয়রাতির জন্য ৫০ হাজার কোটি রাজ্যের কোষাগার থেকে খরচ হলে বিপুল পরিমান আয়ের সংস্থান বাড়ানোর ব্যবস্থাও সরকারকেই করতে হবে।

বেঙ্গালুরু ;যে পাঁচ দফা খয়রাতির নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে কর্ণাটকে ক্ষমতায় এল কংগ্রেস তা পূরণ করতে গেলে ৫০ হাজার কোটি টাকা খরচ হবে রাজ্যের কোষাগার থেকে। এমনটাই জানাচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা। নির্বাচনের আগে মোট পাঁচ রকম খয়রাতির ঘোষণা করেছিল কংগ্রেস।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিন্যান্স অ্যান্ড পলিসির অধ্যাপক লেখা চক্রবর্তী জানিয়েছেন, আর্থিক জরুরি অবস্থা বা যুদ্ধকালীন পরিস্থিতিতে খাদ্যের যোগান, সামাজিক নিরাপত্তা, বা চাকরি খোয়ানোর সম্ভাবনা আটকাতে প্রশাসনকে ব্যবস্থা নিতে হয়। কিন্তু এভাবে খয়রাতির জন্য যদি ৫০ হাজার কোটি রাজ্যের কোষাগার থেকে খরচ হয় তাহলে বিপুল পরিমান আয়ের সংস্থান বাড়ানোর ব্যবস্থাও সরকারকেই করতে হবে। মনে করছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে কর্ণাটকের প্রাক্তন প্রশাসনিক কর্তারা।
advertisement
advertisement
বিজেপির তরফে অমিত মালব্য টুইট করে কংগ্রেসকে বিঁধে জানতে চেয়েছেন, পাঁচ দফা খয়রাতির জন্য রাজ্যের কোষাগার থেকে ৫১,১৫০ কোটি টাকা খরচ হবে। এই ঘাটতি কিভাবে মিটবে? কংগ্রেস মুখপাত্র রাজীব গৌড়া অবশ্য বিজেপির আশঙ্কাকে উড়িয়ে দিয়ে দাবি করেছেন, আর্থিকভাবে বরাবরই স্বচ্ছল অবস্থায় থাকা কর্ণাটক রাজ্য সরকারের কাছে এই অর্থের যোগান কোনও সমস্যা নয়।
advertisement
কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কংগ্রেসের তরফে? তার মধ্যে রয়েছে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা। দারিদ্র্য সীমার নীচে থাকা পরিবারের প্রত্যেক সদস্যকে মাসে ১০ কেজি চাল দেওয়ার ঘোষণাও করা হয়েছিল। গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা ডিগ্রি আছে এমন বেকারদের ভাতা দেওয়ার আশ্বাস ছিল। আর প্রত্যেক পরিবারের প্রবীন মহিলা সদস্যকে মাসিক ২ হাজার টাকা দেওয়ার পরিকল্পনাও ছিল। সরকারি বাসে বিনামূল্যে মেয়েদের যাতায়াতের ব্যবস্থাও করা হবে বলে নির্বাচনী প্রতিশ্রুতিতে দাবি করেছিল কংগ্রেস।
advertisement
কিন্তু সরকারের কোষাগারে যথেষ্ট সংস্খানের ব্যবস্থা না রাখলে এই পদক্ষেপের পর রাজ্য প্রশাসনই সমস্যায় পড়বে, দাবি কর্ণাটকের প্রাক্তন মুখ্যসচিব কে জয়রাজের। সমস্যা মেটাতে তাঁর পরামর্শ ধাপে ধাপে খয়রাতির প্রকল্প চালু করুক রাজ্য, না হলে বিপত্তি অবশ্যম্ভাবী।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কর্ণাটকে কংগ্রেসের প্রতিশ্রুতি পূরণে খরচ ৫০ হাজার কোটি, ঘাটতি মিটবে? প্রশ্ন বিশেষজ্ঞদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement