#কলকাতা: আমফানের ত্রাণ বন্টনে দুর্নীতির অভিযোগের তদন্ত করবে কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অব ইন্ডিয়া (CAG)। অভিযোগ এই দুর্নীতিতে অন্তত ১০০ কোটি টাকা নয়ছয় করা হয়েছে।
এ দিন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়াকে তদন্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তদন্ত সারতে হবে ৩ মাসের মধ্যে। এক দিকে অর্থনৈতিক অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। অন্য দিকে পারফরম্যান্স নিয়ে তদন্ত করবে কেন্দ্রীয় এই প্রতিষ্ঠান।
এদিন এই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। ক্যাগের উদ্দেশ্যে বলা হয় আগামী তিন মাসের মধ্যে তদন্ত করে সি এ জি কে ওই রিপোর্ট দিতে হবে হাইকোর্টে। উল্লেখ্য, মোট পাঁচটি আর্থিক দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে। তাঁর পরিপ্রেক্ষিতেই হাইকোর্টের এই পদক্ষেপ।