মাত্র ৩২১ টাকা ভাড়া! AC বাসে আরামে পৌঁছে যাবেন দিল্লি, রাজধানী যাওয়া এখন জলভাত!

Last Updated:

যাত্রীদের জন্য শীতকালে এসি বাসের প্রয়োজন না থাকায় ২৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভাড়ায় এই ছাড় দেওয়া হয়েছে। এখন মোরাদাবাদ থেকে দিল্লি এসি বাসে মাত্র ৩২১ টাকায় পৌঁছানো যাবে।

মাত্র ৩২১ টাকা ভাড়া! AC বাসে আরামে পৌঁছে যাবেন দিল্লি, রাজধানী যাওয়া এখন জলভাত!
মাত্র ৩২১ টাকা ভাড়া! AC বাসে আরামে পৌঁছে যাবেন দিল্লি, রাজধানী যাওয়া এখন জলভাত!
মোরাদাবাদ: ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মবার্ষিকীতে যাত্রীদের জন্য বড় উপহার দিল যোগী সরকার। জানরথ বাসের ভাড়া ২০ শতাংশ পর্যন্ত কমিয়েছে রাজ্যের সরকার। এই বিষয়ে পরিবহন মন্ত্রী দয়াশঙ্কর সিং জানান যে জানরথ বাসে নতুন ভাড়া বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। এই ছাড় সমস্ত রুটের বাসে প্রযোজ্য।
শীতকালে যাত্রীসংখ্যা কমার কারণেই ভাড়া কমানো হয়েছে বলে খবর। যাত্রীদের জন্য শীতকালে এসি বাসের প্রয়োজন না থাকায় ২৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভাড়ায় এই ছাড় দেওয়া হয়েছে। এখন মোরাদাবাদ থেকে দিল্লি এসি বাসে মাত্র ৩২১ টাকায় পৌঁছানো যাবে। এর আগে মোরাদাবাদ থেকে দিল্লি পর্যন্ত জানরথ বাসের ভাড়া ছিল ৩৮০ টাকা। একইভাবে, ৩x২ জানরথ বাসে দিল্লি যেতে ২৯৬ টাকায় ভ্রমণ সম্পূর্ণ করা যাবে।
advertisement
advertisement
ভাড়া কমার ফলে যাত্রীসংখ্যা বৃদ্ধি পাবে, এমনই আশা করা হচ্ছে। মন্ত্রী দয়াশঙ্কর সিং জানিয়েছেন, ৩x২ জানরথ বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১.৬৩ টাকা থেকে কমিয়ে ১.৪৫ টাকা করা হয়েছে। একইভাবে, ২x২ বাসের ভাড়া ১.৯৩ টাকা থেকে কমিয়ে প্রতি কিলোমিটারে ১.৬০ টাকা করা হয়েছে। তিনি আরও বলেন, ভাড়া কমানোর ফলে জানরথ বাসে যাত্রীদের সংখ্যা বাড়বে এবং পরিবহন বিভাগ লাভবান হবে। এই পদক্ষেপ যাত্রীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং ভাড়া কমার ফলে মধ্যবিত্তের পক্ষে ভ্রমণ আরও সাশ্রয়ী হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মাত্র ৩২১ টাকা ভাড়া! AC বাসে আরামে পৌঁছে যাবেন দিল্লি, রাজধানী যাওয়া এখন জলভাত!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement