বুলন্দশহর ধর্ষণ: আজম খানের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে আদালতের পদক্ষেপ
Last Updated:
বুলন্দশহর ধর্ষণের ঘটনায় দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করায় সোমবার উত্তরপ্রদেশ সরকার ও মন্ত্রী আজম খানের বিরুদ্ধে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট ৷
#বুলন্দশহর: বুলন্দশহর ধর্ষণের ঘটনায় দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করায় সোমবার উত্তরপ্রদেশ সরকার ও মন্ত্রী আজম খানের বিরুদ্ধে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট ৷ কয়েকদিন আগে দিল্লি থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে জাতীয় সড়কের উপর গাড়ি থেকে টেনে বের করে মা ও তাঁর কিশোরী মেয়েকে গণধর্ষণ করে একদল ডাকাত ৷ নক্কারজনক এই ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের বুলন্দশহরের কাছে দিল্লি-কানপুর জাতীয় সড়কে ৷ ঘটনার পর থেকেই নিন্দার ঝড় উঠে গোটা দেশজুড়ে ৷ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান বহু নেতা ও মন্ত্রীরা ৷ সেই সময় নক্কারজনক এই ঘটনাটি বিরোধীদের চক্রান্ত বলে বিতর্কে জড়িয়ে পড়েন উত্তরপ্রদেশের মন্ত্রী আজম খান ৷
আজম খান জানান সামনের বছর উত্তরপ্রদেশে নির্বাচন ৷ তার আগে সমাজবাদী পার্টির ভাবমূতি নষ্ট করার জন্য এটা বিরোধীদের চক্রান্ত ৷ রামপুরে একটি সভায় তিনি জানান, ‘বিরোধীরা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ঘটনার পিছনে রয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত ৷’
এরপরই উত্তরপ্রদেশের মন্ত্রী আজম খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বুলন্দশহরের নির্যাতিতা কিশোরী ও তার পরিবার। নির্যাতিতার অভিযোগ, গোটা ঘটনায় অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে উত্তরপ্রদেশের পুলিশ। সেই কারণে ওই মামলা বুলন্দশহর থেকে সরিয়ে দিল্লির আদালতে নিয়ে যাওয়ার আর্জিও জানানো হয়।
advertisement
advertisement
বেশ কয়েকদিন ধরে রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এর জেরে অস্বস্তির মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সরকার। এরপর বুলন্দশহরের কাণ্ডে আজমের এমন মন্তব্যের জেরে বিড়ম্বনা বেড়েছে সরকারের। তবে নির্যাতিতা পরিবার অবশ্য জানিয়েছেন তাঁরা বিষয়টি নিয়ে কোনও রাজনীতি চাইছেন না ৷ তারা শুধু বিচার চাই ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2016 1:37 PM IST