এবছরের বাজেটে সামাজিক খাতে কী কী বরাদ্দ হয়েছে? দেখে নিন একনজরে....

Last Updated:

বাজেটে নজর সামাজিক খাতে নানা প্রকল্পের দিকে। মহিলাদের জন্য চালু হতে চলেছে নয়া প্রকল্প।

#নয়াদিল্লি: এবছরের বাজেটে সামাজিক খাতে কী কী বরাদ্দ হয়েছে? নারী-শিশু কল্যাণ, প্রবীণ নাগরিক বা যুবকদের জন্য কী কী বরাদ্দ রয়েছে? কতটা বরাদ্দ হল সংখ্যালখু উন্নয়নে? চাহিদা পূরণ হল স্বাস্থ্যক্ষেত্রের বরাদ্দে? নেওয়া যাক একনজরে।
বাজেটে নজর সামাজিক খাতে নানা প্রকল্পের দিকে। মহিলাদের জন্য চালু হতে চলেছে নয়া প্রকল্প।
নারী ও শিশু কল্যাণে বরাদ্দ
advertisement
- মহিলা ও শিশু কল্যাণ ক্ষেত্রে বরাদ্দ ১ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা
- প্রতি গ্রামে মহিলা শক্তি কেন্দ্র স্থাপন
- শক্তি কেন্দ্রের জন্য বরাদ্দ হল ৫০০ কোটি টাকা
advertisement
- ১.৫ লক্ষ হেলথ সেন্টারকে হেলথ ওয়েলনেসে বদল করা হবে
- কুষ্ঠ, কালাজ্বর ও যক্ষা নির্মূল করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে
এছাড়া, যুবক ও প্রবীণ নাগরিকদের জন্যও চালু হতে চলেছে একাধিক প্রকল্প।
যুবকদের জন্য বরাদ্দ
- তরুণদের কর্মসংস্থানে ১০০ উৎকর্ষ কেন্দ্র
- ৩৫০ অনলাইন কোর্স চালু
advertisement
- বিজ্ঞান ও গবেষণা কেন্দ্রে বরাদ্দ ৩৭ হাজার ৪৩৫ কোটি টাকা
- সেকেন্ডারি স্তরে ইনোভেশন ফান্ড গঠন
প্রবীণদের জন্য বরাদ্দ
- প্রবীণদের জন্য ৮% হারে সুদ জীবন বিমা নিগমে
- প্রবীণ নাগরিকদের জন্য আধার কার্ডের ওপর নির্ভর করে দেওয়া হবে স্বাস্থ্য কার্ড
advertisement
তফসিলি জাতি-উপজাতির জন্য প্রকল্প
- তফসিলি জাতির জন্য বরাদ্দ ৫২ হাজার ৩৯৩ কোটি টাকা
- তফসিলি উপজাতিদের জন্য বরাদ্দ ৩১ হাজার ৯২০ কোটি টাকা
- সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দ ৪ হাজার ১৯৫ কোটি টাকা
কৃষিক্ষেত্রে ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে নজর দেওয়া হয়েছে বাজেটে।
advertisement
কৃষিতে বরাদ্দ
- গ্রামীণ কৃষিক্ষেত্রে ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকা বরাদ্দ
- গত বছরের থেকে ২৪% বরাদ্দ
- ফসল বিমা যোজনায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ
- নাবার্ডের মাধ্যমে ক্ষুদ্র সেচ প্রকল্পে ৯ হাজার কোটি টাকা
- মাটি পরীক্ষার জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্র স্থাপন
advertisement
- ডেয়ারি শিল্পে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ
একশো দিনের কাজে বরাদ্দ
- ১০০ দিনের কাজে বরাদ্দ করা হয়েছে ৪৮ হাজার কোটি টাকা
- ১ বছরে ১০ লক্ষ পুকুর খননের পরিকল্পনা
- ১০০ দিনের কাজের মাধ্যমে সম্পদ সৃষ্টিতে নজর
- একশো দিনের কাজে ৫৫% মহিলার অংশগ্রহণ
advertisement
- ব্যবহার করা হবে মহাকাশ গবেষণা প্রযুক্তি
জনস্বাস্থ্যের ক্ষেত্রে বরাবরই বাজেটে অনেক কম বরাদ্দ ধরা হয়ে থাকে। এবারও, সেক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ নেয়নি সরকার। তবে ঝাড়খণ্ড ও গুজরাতে দুটি এইমসের ধাঁচে হাসপাতাল গড়ে তোলার ঘোষণা করা হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
এবছরের বাজেটে সামাজিক খাতে কী কী বরাদ্দ হয়েছে? দেখে নিন একনজরে....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement