#Budget 2017: কতটা আশার আলো দেখাবে এবারের বাজেট?
Last Updated:
ক্লাউড অন দ্য রক। চলতি বছরের বাজেটকে ডাকা হচ্ছে এই নামেই। নোট বাতিলের উদ্দেশ্যটাই ব্যর্থ।
#নয়াদিল্লি: ক্লাউড অন দ্য রক। চলতি বছরের বাজেটকে ডাকা হচ্ছে এই নামেই। নোট বাতিলের উদ্দেশ্যটাই ব্যর্থ। অর্থমন্ত্রীর সামনে তাই সমস্যার পাহাড়। আর্থিক বৃদ্ধি কমবে। কালো টাকারও সুরাহা করতে হবে। রয়েছে নোট বাতিল ক্ষতে মলম দেওয়ার চাপও। কোনটা ছেড়ে কোনটা রাখবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? ব্যাঙ্কে বাড়তি কয়েক লক্ষ কোটি টাকা। তারপরও নগদ জোগান নিয়ে ভাবতে হচ্ছে অর্থমন্ত্রীকে। জেটলি ছাড়া আর কাউকেই যে এমন অবস্থায় পড়তে হয়নি।
২০১৭-১৮ অর্থবর্ষে কমবে আর্থিক বৃদ্ধি। গত ২৪ বছরে এই প্রথমবার সম্ভবত সেই স্বীকারোক্তি করতে হবে অর্থমন্ত্রীকে। নোট বাতিলের কারণেই এই পরিস্থিতি। বাজেটে অরুণ জেটলির জন্য অপেক্ষা করছে আরও অনেক কঠিন চ্যালেঞ্জ। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, নোট বাতিলের পর ব্যাঙ্কে যে বিপুল কালো টাকা জমা পড়েছে, তা চিহ্নিত না হলে আর্থিক কাঠামোই
advertisement
চ্যালেঞ্জের মুখে পড়বে।
advertisement
জেটলির চ্যালেঞ্জ
অর্থনীতিতে কালো টাকা আটকাতে ব্যবস্থা
আর্থিক বৃদ্ধি কমলেও তা সামাল দিতে কৌশল
শিল্পোৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে গতি ফেরাতে দাওয়াই
কৃষি ছাড়াও নোট বাতিলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছোট ও মাঝারি শিল্প
এই দুই ক্ষেত্রকে অক্সিজেন দেওয়ার প্রস্তাব থাকতেই হবে বাজেটে
advertisement
ক্যাশলেসে লেনদেনের পরিকাঠামো তৈরি
সমস্যা অনেক। সমাধানের রাস্তা কম। ২০১৭ এর এপ্রিলে জিএসটি হচ্ছে না। হলে, জল মাপার কিছুটা সময় পেতেন অর্থমন্ত্রী। পরিবর্তিত পরিস্থিতিতে বিকল্প আয়ের পথ প্রায় নেই। নোট বাতিলের পর আদায় বাড়লেও এর অনেকটাই জমা পড়ে পুরনো নোটে। তাই আয় বাড়ানোর বিকল্প পথ বের করতে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিতেই হবে
advertisement
চাপ বাড়ার আশঙ্কা
ব্যাঙ্ক থেকে নগদে বড় অঙ্কের টাকা তোলায় সারচার্জ
আর্থিক স্বচ্ছতা বাড়াতে বেশ কিছু লেনদেনে ডিজিটাল পেমেন্ট
বেশ কিছু ক্ষেত্রে ভর্তুকি ছাঁটা বা তুলে দেওয়া
মূলধন যোগান, পরিকাঠামোয় লগ্নি টানতে ব্যবস্থা
মনে করা হচ্ছে মোদির অচ্ছে দিন স্লোগানকে অন্তত কিছুটা কাজে করে দেখাতে এটাই জেটলির শেষ সুযোগ। সেটা কি আদৌ সম্ভব? নোট বাতিলের পর যাঁরা ব্যাঙ্কের লাইনে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছেন, তাঁদের কিছুটা সুবিধা দেওয়ার দায় কেন্দ্রের রয়েছে।
advertisement
আয়কর ছাড়, স্বাস্থ্যবিমা ও গৃহঋণে সুবিধা ঘোষণা হতে পারে
ক্যাশলেসে আরও একগুচ্ছ ছাড়ের প্রস্তাবের সম্ভাবনা
ছোট-বড় সব ব্যবসায়ীকে ডিজিটালে করছাড়ের সুবিধা দেওয়া হতে পারে
ক্লাউড অন দ্য রক। অনিশ্চয়তার মেঘে ঢাকা বাজেটে কতটা জোরালো হবে আশার আলো? উত্তর মিলবে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2017 8:33 AM IST