লোকসভা নির্বাচনের আগে সংগঠন চাঙ্গা করতে ব্যস্ত সপা-বসপা-কংগ্রেস

Last Updated:

শিয়রে লোকসভা নির্বাচন তাই আর দম ফেলার সময় নেই কোনও রাজনৈতিক দলেরই ৷

#লখনউ: শিয়রে লোকসভা নির্বাচন তাই আর দম ফেলার সময় নেই কোনও রাজনৈতিক দলেরই ৷ একদিকে সারা দেশজুড়ে যখন মোদি বিজেপি বিরোধী জোট আস্তে ঘনীভূত হচ্ছে ৷ প্রায় বেশির বাগ রাজনৈতিক দলই তাঁদের চিরকালীন এক সময়ের বিরোধীপক্ষের সঙ্গে হাত মিলিয়েছেন ৷ তার একটাই লক্ষ্য ২০১৯ লোকসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতাশীল বিজেপি তথা এনডিএ জোটকে ক্ষমতাচ্যুত করা ৷ বহু চর্চিত সেই ফেডারেল ফ্রন্ট যার প্রধান মুখ হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এই ফ্রন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ৩ দল সপা, বিএসপি, কংগ্রেস ৷
এখনও পর্যন্ত ঠিক আছে উত্তরপ্রদেশে সপা, বসপা ও কংগ্রেস জোট বেঁধে নির্বাচনে লড়বে ৷ লোকসভা নির্বাচন একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ৷ তাই উত্তরপ্রদেশ নিজেদের সংগঠন ও শক্তি একবার আবার যাচাই করে নিতে চাইছেন অখিলেশ যাদব, মায়াবতী ও রাহুল গান্ধিরা ৷
advertisement
advertisement
উত্তরপ্রদেশে পায় ধুঁকতে থাকা কংগ্রেসকে চাঙ্গা করতে রাহুলের মন্ত্র যুব সম্প্রদায়ই ৷ তিনি বুথস্তর থেকে সংগঠনকে মজবুত করার নির্দেশ দিয়েছেন ৷ ব্লকস্তরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার কথা জানিয়েছেন ৷ জনসংযোগ বাড়ানো, একাধিক কর্মসূচি, গণ আন্দোলন গড়ে তোলা, লাগাতার প্রতিরোধ গড়ে তোলা ৷
advertisement
অন্যদিকে মায়াবতী-অখিলেশ যাদবও একবার ঝালিয়ে নিচ্ছেন তাঁদের দলের সংগঠনের গভীরতা ৷ তৃণমূল স্তরে দলকে ঢেলে সাজানোর পক্ষপাতি তাঁরা ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাজিমাত করতে চাইছেন তাঁরা ৷ এই নিয়েই দলীয় কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠকে তাঁরা ৷ তবে অনেকদিন পর আবার পিসি-ভাইপোর (মায়াবতী-অখিলেশ) নির্বাচনী যুগলবন্দি দেখতে আগ্রহী উত্তরপ্রদেশ ৷ এতদিন তাঁরা একে অপরের বিরুদ্ধে লড়েছেন বিগত কয়েকটি উপনির্বাচনে তাঁরা একসঙ্গে লড়েছেন ৷ পিসি-ভাইপোর রসায়ন কি আগামী দিনে উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করবে ? সেটা বলবে সময়ই ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লোকসভা নির্বাচনের আগে সংগঠন চাঙ্গা করতে ব্যস্ত সপা-বসপা-কংগ্রেস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement