লোকসভা নির্বাচনের আগে সংগঠন চাঙ্গা করতে ব্যস্ত সপা-বসপা-কংগ্রেস

Last Updated:

শিয়রে লোকসভা নির্বাচন তাই আর দম ফেলার সময় নেই কোনও রাজনৈতিক দলেরই ৷

#লখনউ: শিয়রে লোকসভা নির্বাচন তাই আর দম ফেলার সময় নেই কোনও রাজনৈতিক দলেরই ৷ একদিকে সারা দেশজুড়ে যখন মোদি বিজেপি বিরোধী জোট আস্তে ঘনীভূত হচ্ছে ৷ প্রায় বেশির বাগ রাজনৈতিক দলই তাঁদের চিরকালীন এক সময়ের বিরোধীপক্ষের সঙ্গে হাত মিলিয়েছেন ৷ তার একটাই লক্ষ্য ২০১৯ লোকসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতাশীল বিজেপি তথা এনডিএ জোটকে ক্ষমতাচ্যুত করা ৷ বহু চর্চিত সেই ফেডারেল ফ্রন্ট যার প্রধান মুখ হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এই ফ্রন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ৩ দল সপা, বিএসপি, কংগ্রেস ৷
এখনও পর্যন্ত ঠিক আছে উত্তরপ্রদেশে সপা, বসপা ও কংগ্রেস জোট বেঁধে নির্বাচনে লড়বে ৷ লোকসভা নির্বাচন একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ৷ তাই উত্তরপ্রদেশ নিজেদের সংগঠন ও শক্তি একবার আবার যাচাই করে নিতে চাইছেন অখিলেশ যাদব, মায়াবতী ও রাহুল গান্ধিরা ৷
advertisement
advertisement
উত্তরপ্রদেশে পায় ধুঁকতে থাকা কংগ্রেসকে চাঙ্গা করতে রাহুলের মন্ত্র যুব সম্প্রদায়ই ৷ তিনি বুথস্তর থেকে সংগঠনকে মজবুত করার নির্দেশ দিয়েছেন ৷ ব্লকস্তরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার কথা জানিয়েছেন ৷ জনসংযোগ বাড়ানো, একাধিক কর্মসূচি, গণ আন্দোলন গড়ে তোলা, লাগাতার প্রতিরোধ গড়ে তোলা ৷
advertisement
অন্যদিকে মায়াবতী-অখিলেশ যাদবও একবার ঝালিয়ে নিচ্ছেন তাঁদের দলের সংগঠনের গভীরতা ৷ তৃণমূল স্তরে দলকে ঢেলে সাজানোর পক্ষপাতি তাঁরা ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাজিমাত করতে চাইছেন তাঁরা ৷ এই নিয়েই দলীয় কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠকে তাঁরা ৷ তবে অনেকদিন পর আবার পিসি-ভাইপোর (মায়াবতী-অখিলেশ) নির্বাচনী যুগলবন্দি দেখতে আগ্রহী উত্তরপ্রদেশ ৷ এতদিন তাঁরা একে অপরের বিরুদ্ধে লড়েছেন বিগত কয়েকটি উপনির্বাচনে তাঁরা একসঙ্গে লড়েছেন ৷ পিসি-ভাইপোর রসায়ন কি আগামী দিনে উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করবে ? সেটা বলবে সময়ই ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লোকসভা নির্বাচনের আগে সংগঠন চাঙ্গা করতে ব্যস্ত সপা-বসপা-কংগ্রেস
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement