‘গৃহযুদ্ধ চাই না’, এনআরসি নিয়ে দিল্লিতে বললেন মমতা

Last Updated:

এনআরসি নিয়ে ক্ষোভ জমছিলই। তাকেই সংগঠিত করে আন্দোলনের রূপ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অসমের ছায়া যাতে কোনওভাবেই বাংলায় না পড়ে ৷

#নয়াদিল্লি: এনআরসি নিয়ে ক্ষোভ জমছিলই। তাকেই সংগঠিত করে আন্দোলনের রূপ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অসমের ছায়া যাতে কোনওভাবেই বাংলায় না পড়ে ৷ সেই কারণে ফের বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
অসমের নাগরিকপঞ্জি নিয়ে সোমবার থেকেই আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের পর রাজধানীতে বুধবারও দিনভর NRC ইস্যু নিয়ে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন তৃণমূলনেত্রী ৷ জাতীয় নাগরিক পঞ্জীকরণ নিয়ে অসমে ইতিমধ্যেই অশান্তি শুরু হয়ে গিয়েছে ৷ সব জায়গায় ১৪৪ ধারা জারি হয়েছে ৷ অসমের সীমানাতেই অবস্থিত বাংলা ৷ সেক্ষেত্রে বাংলায় যাতে অসমের প্রভাব না পড়ে ৷ সেই কারণে আগেভাগেই কেন্দ্রকে সতর্ক করেছেন মমতা ৷ পাশাপাশি বিরোধী দলগুলিকেও একজোট হওয়ার আহ্বান জানালেন তিনি ৷ মমতা বলেন,
অসম বাংলার সীমানা ৷ অসমে এনআরসির প্রভাব বাংলায় পড়বে ৷ রক্তপাত যেন আর না হয় ৷ সব বিরোধী দল একজোট আছে ৷ বিরোধী দলগুলি একটি দল পাঠাক অসমে ৷
advertisement
advertisement
দিল্লিতে পৌঁছেই এনআরসি ইস্যু নিয়ে মোদি-শাহের বিরুদ্ধে লড়াই শুরু করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির তীব্র নিন্দা জানিয়েছেন তিনি ৷ মমতার কথায়, যাদের পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে তারা কী খাবার খাবে ? কোথায় যাবে ? ওদের চাকরি কীভাবে হবে ?
অসমে জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশ করে দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে বিজেপি। মঙ্গলবার এই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতাকে নিশানা করে অমিতের পাল্টা, দেশের নিরাপত্তাকে বিকিয়ে দিয়ে বিজেপি ভোট রাজনীতি করে না।
বাংলা খবর/ খবর/দেশ/
‘গৃহযুদ্ধ চাই না’, এনআরসি নিয়ে দিল্লিতে বললেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement