NRC অসম : এই ব্যক্তিই সামলেছেন অসমের গুরুদায়িত্ব, জেনে নিন তাঁর সম্বন্ধে

Last Updated:

Assam NRC এর মত কঠিনতম কাজ সম্পন্ন করার জন্য তিনি বিশেষ কৃতিত্বের দাবি রাখেন

#অসম: অসমে এনআরসি বা ন্যাশানাল রেজিস্টার অফ সিটিজেন আপডেট করার মত গুরু দায়িত্ব পালনে যার নিরলস পরিশ্রম রয়েছে, তিনি আর কেউ নন অসমের প্রিন্সিপ্যাল সেক্রেটারি প্রতীক হাজেলা ৷ এই কঠিনতম কাজ সম্পন্ন করার জন্য তিনি বিশেষ কৃতিত্বের দাবি রাখেন ৷ প্রতীক এই গুরুত্বপূর্ণ কাজের জন্য কোয়াডিনেটরের ভূমিকা পালন করেছেন ৷ এর আগ ৩১ ডিসেম্বর ২০১৭ সালের খসড়া তালিকা অনুযায়ী ৩.২৯ কোটি মানুষের মধ্যে মাত্র ১.৯ কোটি মানুষকে বৈধ ভারতীয় নাগরিক বলে মনে করা হচ্ছে ৷
আসুন একবার জেনে নেওয়া যাক প্রতীক হাজেলা সম্বন্ধে ৷ ৪৮ বছরের প্রতীক ১৯৯৫ সালের ব্যাচের আইএএস অফিসার ৷ মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা ৷ ছোটবেলা ও লেখাপড়া তাঁর সেখানেই ৷ হাজেলা অসম-মেঘালয়ের প্রশাসনের উচ্চ প্রর্যায়ে আসীন ৷ ১৯৯২ সালে আইআইটি দিল্লি থেকে বিটেক পাশ করেছিলেন তিনি ৷
advertisement
advertisement
৩০ জুলাই ২০১৮ পেশ করা দ্বিতীয় তথা শেষ খসড়ায় প্রকাশিত হয়েছে সেখানে ৩.২৯ মোট জনসংখ্যার ২.৯০ কোটি বৈধ নাগরিক হিসাবে উল্লেখ করা হয়েছে ৷ চূড়ান্ত খসড়ায় প্রায় ৪০ লক্ষ মানুষের নাম নেই ৷ মঙ্গলবার সুপ্রিমকোর্ট জানিয়েছে সে ৪০ লক্ষ মানুষের নাম চূড়ান্ত খসড়ায় নেই তাঁদের বিরুদ্ধে কোনও রকমের আইনি পদক্ষেপ নেওয়া হবেনা ৷
advertisement
সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে ১৯৭১ সালের ৩১ জুলাই জনগণনাকে সামনে রেখে এই কঠিন কাজে তাঁকে নামতে হয়েছিল যেখানে প্রতিটি গন্ডগোলের অভিযোগ করা হয়েছে ৷ সেখান থেকে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে জনগণনার কাজ একাধিকবার, একাধিক ভাবে, একাধিক দলের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে ৷ প্রতিটি পর্যায়ে প্রতিটি বিশেষজ্ঞের অধীনে ছিল এক একটি দল ৷ একবার নয় কাজ করার আগে বহুবার খতিয়ে দেখা হয়েছে প্রতিটি তথ্য ও তথ্যসূত্র ৷
advertisement
তবুও তাঁর কাজ শেষে প্রশ্ন চিহ্ন উঠেছে বিস্তর ? সারা দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিতে বাধ্য হয়েছিলেন ৷ তবে প্রতীক হাজেলা যে একটি গুরু দায়িত্ব সামলেছেন সেই বিষয়ে কোনও সন্দেহই সন্দেহ নয় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
NRC অসম : এই ব্যক্তিই সামলেছেন অসমের গুরুদায়িত্ব, জেনে নিন তাঁর সম্বন্ধে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement