NRC Assam: কাল শিলচরে তৃণমূল, বোরো-বিরোধিতা শুরু

Last Updated:

তৃণমূলের প্রতিনিধিদলের এই সফরের তীব্র বিরোধিতায় সরব হলেন অসমের সমাজ কল্যাণ মন্ত্রী প্রমীলারানি ব্রহ্ম ও অল বোরো মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়নের (ABMSU) প্রেসিডেন্ট শাহকমল খন্দকার৷

#শিলচর: জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে অসমে দরবার করতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল৷ ২ অগাস্ট তাঁরা রওনা হচ্ছেন শিলচর৷ তৃণমূলের প্রতিনিধিদলের এই সফরের তীব্র বিরোধিতায় সরব হলেন অসমের সমাজ কল্যাণ মন্ত্রী প্রমীলারানি ব্রহ্ম ও অল বোরো মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়নের (ABMSU) প্রেসিডেন্ট শাহকমল খন্দকার৷
আরও পড়ুন: পরিস্থিতি কেমন? অসম যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল
প্রাক্তন ABMSU প্রেসিডেন্ট লফিকুল ইসলাম আহমেদের মৃত্যু বার্ষিকীতে একটি স্মরণসভায় প্রমীলারানি বলেন, জাতীয় নাগরিক পঞ্জিকে রাজনীতির রং দিতেই আসছেন তৃণমূলের প্রতিনিধি দল৷ তাঁর কথায়, 'এই ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল চেষ্টা করছে অসমে নিজেদের রাজনৈতিক প্রভাব বিস্তার করতে৷ এনআরসি ইস্যুতে কোনও দলেরই উচিত নয় রাজনীতি করা৷ আমি চাই, মানুষ এ রাজ্যে শান্তিতে থাকুক৷ এবং যাঁরা সত্যিকারের বাসিন্দা, তাঁদের নাম তালিকায় থাকুক৷ এটা এমন কিছু বড় বিষয় নয়৷ যেহেতু অসমে নির্বাচন আসন্ন, তাই তৃণমূল রাজনীতি করতে আসছে এবং অশান্তি তৈরি করবে৷' তৃণমূলের প্রতিনিধি দলের সফরকে চক্রান্ত বলেও দাবি করেন অসমের সমাজ কল্যাণ মন্ত্রী৷
advertisement
তৃণমূলের সফরের তীব্রতা বিরোধিতায় সরব ABMSU সভাপতি শাহকমল খন্দকারও৷ তাঁর বক্তব্য, তৃণমূল কেন, কোনও দলেরই এনআরসি নিয়ে লেকচার দেওয়ার অধিকার নেই৷
advertisement
২ অগাস্ট তৃণমূলের প্রতিনিধি দল শিলচরে যাচ্ছেন৷ সকালে বৈঠক করবেন বিশিষ্টজনেদের সঙ্গে৷ বিকেলে আক্রান্তদের সঙ্গে দেখা করবেন তাঁরা৷ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে থাকছেন ফিরহাদ হাকিম, মহুয়া মৈত্র, কাকলি ঘোষদস্তিদার, সুখেন্দু শেখর রায়, অর্পিতা ঘোষ, রত্না নাগ৷ সূত্রের খবর, গুয়াহাটি সার্কিট হাউসে বিশিষ্টদের সঙ্গে বৈঠক করবে তৃণমূলের প্রতিনিধিদল৷ তালিকায় নাম না-থাকা ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলবেন তাঁরা৷ দেখা করবেন বিহারি ও মারোয়াড়ি ব্যবসায়ীদের সঙ্গে৷
বাংলা খবর/ খবর/দেশ/
NRC Assam: কাল শিলচরে তৃণমূল, বোরো-বিরোধিতা শুরু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement