পরিস্থিতি কেমন? অসম যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল

Last Updated:

জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে অসমে দরবার করছে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল৷ ২ অগাস্ট ওই প্রতিনিধি দল শিলচরে পৌঁছবেন৷ সকালে বৈঠক করবেন বিশিষ্টজনেদের সঙ্গে

#কলকাতা: জাতীয় নাগরিক পঞ্জি ইস্যুতে দিল্লিতে আইনি পথে বিরোধিতার তোড়জোড়ের পাশাপাশি অসমে আক্রান্তদের পাশে দাঁড়াতে তত্‍‌পর তৃণমূল কংগ্রেস৷ সব মিলিয়ে অসমের ঘটনা ঘিরে দেশজুড়ে ব্যাপক জনমত তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন: সন্ধ্যায় মুখোমুখি মমতা-রাজনাথ, NRC ইস্যুতে উত্তাল সাংসদ
জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে অসমে দরবার করছে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল৷ ২ অগাস্ট ওই প্রতিনিধি দল শিলচরে পৌঁছবেন৷ সকালে বৈঠক করবেন বিশিষ্টজনেদের সঙ্গে৷ বিকেলে আক্রান্তদের সঙ্গে দেখা করবেন তাঁরা৷
তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে থাকছেন ফিরহাদ হাকিম, মহুয়া মৈত্র, কাকলি ঘোষদস্তিদার, সুখেন্দু শেখর রায়, অর্পিতা ঘোষ, রত্না নাগ৷ সূত্রের খবর, গুয়াহাটি সার্কিট হাউসে বিশিষ্টদের সঙ্গে বৈঠক করবে তৃণমূলের প্রতিনিধিদল৷ তালিকায় নাম না-থাকা ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলবেন তাঁরা৷ দেখা করবেন বিহারি ও মারোয়াড়ি ব্যবসায়ীদের সঙ্গে৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
পরিস্থিতি কেমন? অসম যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement