#শিলচর: জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে অসমে দরবার করতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল৷ ২ অগাস্ট তাঁরা রওনা হচ্ছেন শিলচর৷ তৃণমূলের প্রতিনিধিদলের এই সফরের তীব্র বিরোধিতায় সরব হলেন অসমের সমাজ কল্যাণ মন্ত্রী প্রমীলারানি ব্রহ্ম ও অল বোরো মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়নের (ABMSU) প্রেসিডেন্ট শাহকমল খন্দকার৷
আরও পড়ুন: পরিস্থিতি কেমন? অসম যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল
প্রাক্তন ABMSU প্রেসিডেন্ট লফিকুল ইসলাম আহমেদের মৃত্যু বার্ষিকীতে একটি স্মরণসভায় প্রমীলারানি বলেন, জাতীয় নাগরিক পঞ্জিকে রাজনীতির রং দিতেই আসছেন তৃণমূলের প্রতিনিধি দল৷ তাঁর কথায়, 'এই ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল চেষ্টা করছে অসমে নিজেদের রাজনৈতিক প্রভাব বিস্তার করতে৷ এনআরসি ইস্যুতে কোনও দলেরই উচিত নয় রাজনীতি করা৷ আমি চাই, মানুষ এ রাজ্যে শান্তিতে থাকুক৷ এবং যাঁরা সত্যিকারের বাসিন্দা, তাঁদের নাম তালিকায় থাকুক৷ এটা এমন কিছু বড় বিষয় নয়৷ যেহেতু অসমে নির্বাচন আসন্ন, তাই তৃণমূল রাজনীতি করতে আসছে এবং অশান্তি তৈরি করবে৷' তৃণমূলের প্রতিনিধি দলের সফরকে চক্রান্ত বলেও দাবি করেন অসমের সমাজ কল্যাণ মন্ত্রী৷
তৃণমূলের সফরের তীব্রতা বিরোধিতায় সরব ABMSU সভাপতি শাহকমল খন্দকারও৷ তাঁর বক্তব্য, তৃণমূল কেন, কোনও দলেরই এনআরসি নিয়ে লেকচার দেওয়ার অধিকার নেই৷
২ অগাস্ট তৃণমূলের প্রতিনিধি দল শিলচরে যাচ্ছেন৷ সকালে বৈঠক করবেন বিশিষ্টজনেদের সঙ্গে৷ বিকেলে আক্রান্তদের সঙ্গে দেখা করবেন তাঁরা৷ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে থাকছেন ফিরহাদ হাকিম, মহুয়া মৈত্র, কাকলি ঘোষদস্তিদার, সুখেন্দু শেখর রায়, অর্পিতা ঘোষ, রত্না নাগ৷ সূত্রের খবর, গুয়াহাটি সার্কিট হাউসে বিশিষ্টদের সঙ্গে বৈঠক করবে তৃণমূলের প্রতিনিধিদল৷ তালিকায় নাম না-থাকা ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলবেন তাঁরা৷ দেখা করবেন বিহারি ও মারোয়াড়ি ব্যবসায়ীদের সঙ্গে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bodo Assam, NRC Assam, Pramila Rani Brahma