Pregnant Bride: বিয়ের রাতে অসহ্য পেটে যন্ত্রণা, হঠাৎই সন্তানের জন্ম দিলেন নববধূ! তারপরের ঘটনা অবাক করবে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Pregnant Bride: গ্রেটার নয়ডার এক গ্রামবাসী সেকেন্দ্রাবাদের এক মহিলাকে বিয়ে করেন গত সপ্তাহে। সবই ভাল চলছিল। কিন্তু আচমকা পেটে অসম্ভব যন্ত্রণার কথা বলতে শুরু করেন নববধূ। তাও আবার ফুলসজ্জার রাতে।
গ্রেটার নয়ডা: গত সপ্তাহেই এই দেশেই ঘটে গেল এক আজব ঘটনা। গ্রেটার নয়ডায় বিয়ের পরের দিনই দম্পতি অভিভাবক হলেন। না, দত্তক নেননি। নববধূ জন্ম দিলেন সদ্যোজাতর। কেবল ‘পেট ব্যথা করছে’ বলেই কেটে গিয়েছে সাতটি মাস। তাও হবু স্বামী টের পাননি যে তাঁর হবু স্ত্রী অন্তঃসত্ত্বা।
গ্রেটার নয়ডার এক গ্রামবাসী সেকেন্দ্রাবাদের এক মহিলাকে বিয়ে করেন গত সপ্তাহে। সবই ভাল চলছিল। কিন্তু আচমকা পেটে অসম্ভব যন্ত্রণার কথা বলতে শুরু করেন নববধূ। তাও আবার ফুলসজ্জার রাতে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলাকে। চিকিৎসকের থেকে তাঁর স্বামী ও পরিবার জানতে পারেন, নববধূ সাত মাসের অন্তঃসত্ত্বা। সেখানেই পরের দিন তিনি এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন।
advertisement
advertisement
পরবর্তীকালে জানা গিয়েছে, নববধূর বাড়ির লোক সাত মাস আগে থেকেই জানতে যে তাঁদের মেয়ে অন্তঃসত্ত্বা। কিন্তু সমালোচনা এড়াতে বরের বাড়ির সকলের থেকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেন তাঁরা। শ্বশুরবাড়িতে বলা হয়, সম্প্রতি মেয়ের পেটে একটি সার্জারি হয়েছে, স্টোন বার করা হয়েছে তাই শরীর ভাল নেই, পেটেও ব্যথা হচ্ছে।
advertisement
এই ঘটনার পর দুই পরিবারের মধ্যে চুক্তি হয় যে কেউ কোনওরকম মামলা দায়ের করবেন না। কিন্তু নতুন বউ বা কন্যাকে গ্রহণ করতে রাজি হয়নি বরের বাড়ি। তাই বিয়ে দেওয়ার পরই মেয়ে ও নাতনিকে নিয়ে সেকেন্দ্রাবাদে ফিরে গিয়েছেন তাঁর পরিবার।
advertisement
গত সোমবার, ২৬ জুন, গ্রেটার নয়ডাতে বিয়ে হয় যুগলের। আর পরের দিন থেকেই তাঁরা এক কন্যাসন্তানের মা-বাবা। অথচ এই ঘটনার জেরে বিয়ে আর টিকল না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2023 8:29 AM IST