Twinkle Khanna in Kolkata: শহরে অক্ষয়-পত্নী টুইঙ্কেল খান্না, সল্টলেকে চালু করলেন ইন্টেরিয়র ডিজাইনিংয়ের নতুন কোর্স
- Published by:Teesta Barman
- Written by:Manash Basak
Last Updated:
Twinkle Khanna in Kolkata: সেলিব্রিটি ইন্টেরিয়র ডিজাইনার, লেখক, বলিউড তারকা, পুরস্কার বিজয়ী প্রযোজক, টুইঙ্কল বুধবার মেধাবী স্কিল ইউনিভার্সিটি এবং এনএসডিসি ক্ষমতাপ্রাপ্ত ডিগ্রি এবং ডিপ্লোমা প্রোগ্রাম চালু করেছেন INIFD সল্টলেক।
কলকাতা: অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না ছবির জগতে নিজের ছাপ রেখে যেতে পারেননি। কিন্তু বলিউড ত্যাগ করার পর বই লেখার দিকে মন দেন। একইসঙ্গে ইন্টেরিয়র ডিজাইনিংয়ে নিজেকে ব্যস্ত রাখেন। আর এই দুই ক্ষেত্রেই নিজের জমি শক্ত করেছেন টুইঙ্কেল। এবার শহর কলকাতায় এসে তিনিই পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেন।
সেলিব্রিটি ইন্টেরিয়র ডিজাইনার, লেখক, বলিউড তারকা, পুরস্কার বিজয়ী প্রযোজক, টুইঙ্কল বুধবার মেধাবী স্কিল ইউনিভার্সিটি এবং এনএসডিসি ক্ষমতাপ্রাপ্ত ডিগ্রি এবং ডিপ্লোমা প্রোগ্রাম চালু করেছেন INIFD সল্টলেক। ফ্যাশন এবং ইন্টেরিয়র ডিজাইনের এই নতুন যুগের প্রোগ্রামগুলি নতুন শিক্ষানীতির অধীনে দেওয়া হচ্ছে (NEP2020)। যেখানে মেধাবী স্কিল ইউনিভার্সিটি প্রদান করবে অ্যাকাডেমিক শ্রেষ্ঠত্ব যখন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইন (INIFD) বিশ্বের ডিজাইন ইনস্টিটিউটের বৃহত্তম নেটওয়ার্ক শিক্ষার্থীদের দক্ষতা এবং সৃজনশীল শিল্পের সঙ্গে ক্ষমতায়ন করবে তাদের ক্রমবর্ধমান ডিজাইন শিল্পের জন্য নিয়োগযোগ্য করে তুলতে। সমস্ত ডিগ্রি, ডিপ্লোমা এবং শংসাপত্রগুলি স্কিল ইন্ডিয়া এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসডিসি) দ্বারা প্রমাণীকৃত হবে।
advertisement
advertisement
টুইঙ্কেল খান্না ভারতের একমাত্র প্ল্যাটিনাম সেন্টার INIFD সল্টলেক কলকাতার ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় জানান, শুধুমাত্র ক্রমবর্ধমান ফ্যাশনের জন্য প্রশিক্ষিত পেশাদার প্রদান করবে না বরং ইন্টেরিয়র ডিজাইন ইন্ডাস্ট্রি কিন্তু এইভাবে তাদের দক্ষ কর্মশক্তিতে আরও কর্মসংস্থানে উদ্যোক্তা হওয়ার ক্ষমতা দেয়। তিনি বলেন, ‘‘আমি INIFD-এর ছাত্রদের পরামর্শদাতা হতে পেরে গর্বিত।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2023 11:41 PM IST