West Midnapore News: হচ্ছে না শ্য়ুটিং, পড়ে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার প্রজেক্ট, জঙ্গলমহলের স্বপ্নের ফিল্মসিটি বন্ধের মুখে

Last Updated:

West Midnapore News: বর্তমানে ৫০ জন কর্মী নিয়ে কোনওক্রমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই ফিল্মসিটি। শ্যুটিং প্রায় হয় না বললেই চলে।

+
চন্দ্রকোনা

চন্দ্রকোনা রোডের প্রয়াগ ফিল্ম সিটি

চন্দ্রকোনা: সাধারণ পর্যটকের জন্য ঝাঁ চকচকে ফিল্মসিটির উদ্বোধন হয়েছিল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে। তবে মাত্র ১২ বছরে খারাপ অবস্থা হয়েছে এই ফিল্মসিটির। বেহাল ফ্লিমসিটির পুনর্জীবনের জন্য সরকারের কাছে কাতর আবেদন কর্মীদের। চাইছেন সরকারি হস্তক্ষেপ।
প্রসঙ্গক্রমে বলা যায়, ২০১২ সালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে পথচলা শুরু হয়েছিল প্রয়াগ ফিল্মসিটির। প্রায় ২৭০০ একর জায়গা, সঙ্গে ১২০০ কোটি টাকার প্রকল্প। এখানে শুধু বাংলা সিনেমা নয়, হিন্দি ও ইংরেজির সঙ্গে টলিউড বলিউড হলিউডের সিনেমা করার জন্য তৈরি করা হয়েছিল শেড। পাশাপাশি যাতে দেশবিদেশ, শহর, রাজ্য এবং জেলার বিভিন্ন পর্যটকেরা রাতে থাকতে পারেন, ঘুরে দেখতে পারেন আশপাশটা, তার ব্যবস্থা করেছিল তৎকালীন কর্তৃপক্ষ। তাই ফিল্মি দুনিয়ার বিভিন্ন চিত্র ছাড়াও রয়েছে এরোপ্লেন, ড্রাগন, রাজপ্রাসাদ, শ্যুটিং করার ট্রেন, সেতু, কুমির-সহ বিভিন্ন ধরনের ফাইভ ডি মিউজিয়াম।
advertisement
advertisement
ভেন্ডার সাফাই কর্মী-সহ হাজারো কর্মী ছিল এর দেখভালের দায়িত্বে। এক সময়ে এখানে টলিউডের বিখ্যাত বিখ্যাত সিনেমার শ্যুটিং হয়েছে। অভিনয় করতে এসেছেন দেব, সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী-সহ টলিউডের এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী। হয়েছে শর্ট ফিল্ম, হয়েছে বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালের শ্যুটিং। এছাড়াও বহু পর্যটক এসেছেন এখানে, ঠিক যেভাবে রামোজি ফিল্মসিটি দেখার জন্য ভিড় জমায় পর্যটকেরা।
advertisement
কিন্তু ২০১৪ সালের পর থেকেই অধঃপতন শুরু। বর্তমানে ৫০ জন কর্মী নিয়ে কোনওক্রমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই ফিল্মসিটি। শ্যুটিং প্রায় হয় না বললেই চলে। শীতকালে কিছু কিছু পর্যটক আসেন দেখার জন্য। কিন্তু যাওয়ার সময় একরাশ হতাশা নিয়ে ফিরে যান। তার উপর করোনা অতিমারি। গ্রীষ্মকালে এখানে তার কাকপক্ষীও আসে না। ফলে এই বেহাল দশা থেকে বেরিয়ে আসতে চাইছে এই প্রয়াগ ফিল্মসিটি। তাই এখানকার বর্তমান কর্মীরা, যাঁদের বর্তমানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তাঁরা আবেদন করছেন সরকার এবং বিভিন্ন সংস্থার কাছে। তাঁদের দাবি, দায়িত্বভার নেওয়া হোক, যাতে এই সংস্থা আগের মতো জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
West Midnapore News: হচ্ছে না শ্য়ুটিং, পড়ে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার প্রজেক্ট, জঙ্গলমহলের স্বপ্নের ফিল্মসিটি বন্ধের মুখে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement