তিনিই আমার চলার পথের পাথেয়, মন কী বাতে আম্বেদকর প্রসঙ্গে প্রধানমন্ত্রী

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার মন কী বাতের মাসিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন সম্প্রতি ওঠা বাবা সাহেব ভিমরাও আম্বেদকর সম্পর্কিত মন্তব্যে প্রেক্ষিতে বলেন, বিআর আম্বেদকর এক

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার মন কী বাতের মাসিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে  বলেন সম্প্রতি ওঠা বাবা সাহেব ভিমরাও আম্বেদকর সম্পর্কিত মন্তব্যে প্রেক্ষিতে বলেন, বিআর আম্বেদকর এক পিছিয়ে পড়া ও দরিদ্র পরিবারের সন্তান ছিলেন ৷ তা সত্ত্বেও তিনি জীবনে এগিয়ে চলার পথে কখনও কোনও বাধাকেই প্রশ্রয় দেননি ৷ আজকের নতুন ভারত, উন্নত ভারতে তাঁরই হাতে গড়া  ৷
advertisement
মন কী বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই প্রসঙ্গে মহত্মা গান্ধি, লালবাহাদুর শাস্ত্রী, রামমনোহর লোহিয়া, চরণ সিং এবং দেবীলালের অবদানের কথা মনে করিয়ে দেন ৷ তিনি বলেন কৃষি ক্ষেত্রে যে বিপুল উন্নতি হয়েছে তার পেছনে এঁদের বিপুল অবদান আছে ৷  ভারতীয় অর্থনীতিতে তাঁদের অবদান কখনই ভোলা সম্ভব নয় ৷
advertisement
প্রধানমন্ত্রী আরও বলেন জীবনে উন্নতি করতে হলে, বড় হওয়ার স্বপ্ন দেখতে হলে আভিজাত বা ধনী পরিবারেই জন্মাতে হবে তার কোনও মানে নেই ৷ তার জন্য নিরলস পরিশ্রম করতে হবে ৷ মনের জোর ও অদম্য উদ্দম দিয়েই যাবতীয় প্রতিকূলতা জয় করা সম্ভব ৷ বলেন পরিশ্রমের বিকল্প নেই ৷ দেশের তরণ প্রজন্মের কাছে বাবা সাহেব হলেন সব থেকে বড় উদাহরণ ও অনুপ্রেরণা ৷ বলেন জীবনের চলার পথে সব সময়েই আম্বেদকরের আদর্শ তাঁরও পাথেয় ৷
advertisement
আজকের ভারত আম্বেদকরের ভারত ৷ আম্বেদকরের জন্মজিন উপলক্ষে আগামী ১৬ এপ্রিল-৫ মে গ্রাম-স্বরাজ অভিযান পালিত হবে, উদ্দেশ গ্রামোন্নতি, দারিদ্র-দূরীকরণ, সামাজিক সুশাসন প্রতিষ্ঠা করা ৷ প্রধানমন্ত্রী জনগণের কাছে আবেদন করেছেন সবাই যাতে এই যাত্রার সহযাত্রী হন ৷
advertisement
আজকের মেক ইন ইন্ডিয়াই বাবা সাহেবের জীবনের অন্যতম স্বপ্নের বর্হিপ্রকাশ ৷ তাঁর স্বপ্ন ছিল শিল্পক্ষেত্রে দুরন্ত উন্নতি, প্রবল বেগে উন্নতি  সাধন করা ৷ এর জন্য দরকার ব্যাঙ্ক ব্যবস্থাকে শহর কেন্দ্রীক করে তোলা ৷ এ সবই তাঁর মস্তিষ্ক প্রসূত ৷
সবশেষে বলেন গান্ধিজির মতো লক্ষ অবিচল রেখে সামনে এগিয়ে যেতে হবে ৷ লালবাহাদুর শাস্ত্রীর মত কৃষিক্ষেত্রে পরিকাঠামো গঠনে জোর দিতে হবে, লোহিয়ার মতো গড়ে তুলতে হবে জন সচেতনতা ৷ স্মরণ করিয়ে দেন ১৯৬৯ এর চরণ সিং তাঁর ভাষণে জনগণের কাছে  আবেদন করেন যাতে কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করা হয় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
তিনিই আমার চলার পথের পাথেয়, মন কী বাতে আম্বেদকর প্রসঙ্গে প্রধানমন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement