কর্ণাটকে ধূমপানরত হাতি, বিস্ময়ে হাতি বিশেষজ্ঞরা !
Last Updated:
ধূমপানরত হাতি ? মনে হবে এক অসম্ভব ঘটনা, কোনও ভাবেই বিশ্বাসযোগ্য় নয় কিন্তু সম্প্রতি কর্নাটকের নাগরাহোল জাতীয় উদ্যানে ধরা পড়ে একটি হাতি মুখ থেকে ধোঁয়া বের হওয়ার মতে বিরলতম ঘটনা
#কর্ণাটক: ধূমপানরত হাতি ? মনে শুনলে মনে হবে এক অসম্ভব ঘটনা, কোনও ভাবেই বিশ্বাসযোগ্য নয় ৷ কিন্তু সম্প্রতি কর্ণাটকের নাগরাহোল জাতীয় উদ্যানে ধরা পড়েছে এমনই একটি হাতি ৷ যার মুখ থেকেই বেরোচ্ছে ধোঁয়া ৷
আরও পড়ুন
advertisement
এই ঘটনা শুনে চক্ষু হয়তো চড়ক গাছ হতে পারে অনেকের ৷ কিন্তু ওয়াল্ডলাইফ কনভারসেশন সোসাইটির প্রকাশ করা এই ভিডিও এখন ভাইরাল। ভিডিও দেখে চূড়ান্ত ধন্দে হাতি বিশেষজ্ঞরা।
পড়তে থাকুন
advertisement
প্রতি মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ারের সংখ্যা, যাঁরা দেখছেন তাঁরা যেমন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না তেমনই যাঁরা শুনছেন তাঁরাও অবাক হচ্ছেন ।
তবে বিজ্ঞানীদের একাংশের মতে, পোড়া কাঠের ধোঁয়া অনেক সময় হজমের ওষুধের কাজ করে। চিকিৎসকদের মতে, অনেক সময় বদহজম হলে হাতিরা এই ওষুধই ব্যবহার করে। কাঠকয়লার ধোঁয়া তাদের শরীরের গিয়ে হজম ক্ষমতা বাড়িয়ে তোলে। বিশেষ করে গর্ভবতী হাতিদের মধ্যে এমন প্রবণতা দেখা যায়।
Location :
First Published :
March 24, 2018 7:45 PM IST