#চেন্নাই: মোমো-র আবহে ফিরল ব্লু হোয়েল আতঙ্ক৷ ব্লু হোয়েল চ্যালেঞ্জ নিয়ে আত্মহত্যা করলেন তামিলনাড়ুর কুড্ডালোর জেলা ২২ বছর বয়সি এক যুবক৷ তিনি পেশায় ইঞ্জিনিয়ার৷ মঙ্গলবার রাতে ওই যুবক ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন৷ ওই আত্মহত্যা রেকর্ডও করেন তিনি৷
আরও পড়ুন: গ্রেফতার ব্লু হোয়েল গেমের মাস্টারমাইন্ড
পুলিশ তল্লাশি করে কিছু বই পেয়েছে, যেগুলি ভূত-প্রেত সম্পর্কিত৷ একইসঙ্গে একটি মোবাইল ফোনে পেয়েছে, যাতে দেখা গিয়েছে ওই যুবক বেশ কয়েক মাস ধরে ব্লু হোয়েল চ্যালেঞ্জ নিচ্ছে৷ এবং কিছু মেসেজে ওই যুবক নিজেকে শেষ করে দেওয়ার চ্যালেঞ্জের বিষয়ে আলোচনাও করেছে৷
গোটা দেশে পুলিশ প্রশাসন ও গোয়েন্দারা তত্পর হয়ে ব্লু হোয়েলের মতো মারণ গেম রোখার চেষ্টা চালাচ্ছে৷ অনেকটা সাফল্যও পেয়েছে তারা৷
দেখুন কেমন মারণ ব্লু হোয়েল চ্যালেঞ্জ?