Moradabad news: ‘বাঁচতে চেয়েছিলাম, কিন্তু...,’ মোরাদাবাদের BLO-র শেষ ভিডিও এল সামনে, মৃত্যুর পরের দিন

Last Updated:

পেশায় সরকারি স্কুলের শিক্ষক সর্বেশ কুমার বর্তমানে উত্তরপ্রদেশ জুড়ে হওয়া এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে৷ গত ৭ অক্টোবর থেকে উনি এই দায়িত্ব পালন করছিলেন৷ বিএলও হিসাবে ওঁর কাজ ছিল বিভিন্ন বাড়িতে যাওয়া এবং ভোটারদের তথ্য ও নথি জোগাড় করা৷

News18
News18
মোরাদাবাদ: উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে এক বুথ লেভেল অফিসার সর্বেশ কুমারের মৃত্যুর খবর আসে৷ আর তার পরের দিনই সামনে এল একটি ভিডিও৷ সেই ভিডিওয় দেখা যাচ্ছে, অসহায় ভাবে কাঁদছেন ওই বিএলও (BLO)৷ বছর ৪৬-এর ওই BLO -কে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু চাপটা ভয়ঙ্কর৷’’
ওই ভিডিওয় সর্বেশ কুমারকে বলতে শোনা যাচ্ছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি News18 Bangla), ‘‘দিদি, আমায় ক্ষমা কোরো৷ মা, প্লিজ আমার বাচ্চাগুলোকে দেখো৷ আমি এই ইলেকশন ডিউটিতে ফেল করলাম৷ আমি একটা পদক্ষেপ নিচ্ছি, তার জন্য আমি নিজেই দায়ী৷ কারও কোনও দোষ নেই৷ আমি খুব খারাপ অবস্থায় রয়েছি৷ গত ২০ দিন ধরে আমি ঘুমোইনি৷ যদি আমার সময় থাকত, আমি কাজটা শেষ করতাম৷ আমার চারটে ছোট ছোট মেয়ে আছে৷ আমায় দয়া করে ক্ষমা করে দিও৷ আমি অনেক দূরের দুনিয়ায় চলে যাচ্ছি৷’’
advertisement
advertisement
পেশায় সরকারি স্কুলের শিক্ষক সর্বেশ কুমার বর্তমানে উত্তরপ্রদেশ জুড়ে হওয়া এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে৷ গত ৭ অক্টোবর থেকে উনি এই দায়িত্ব পালন করছিলেন৷ বিএলও হিসাবে ওঁর কাজ ছিল বিভিন্ন বাড়িতে যাওয়া এবং ভোটারদের তথ্য ও নথি জোগাড় করা৷
advertisement
রবিবার সকালে তাঁর নিজেরই বাড়িতে সর্বেশের মৃতদেহ উদ্ধার করেন তাঁর স্ত্রী৷ স্থানীয় সূত্রের দাবি, সেখানে উদ্ধার হয় একটি চিঠি৷ তাতে লেখা ছিল, ‘‘আমি বাঁচতে চেয়েছিলাম৷ কিন্তু, কী করব? আমি আমার দুঃখ আর সমস্যার মাঝখানে আটকে গিয়েছি৷ আমার ভয় করছে, এবং চারপাশ থেকে বিভিন্ন কঠিন পরিস্থিতির মাঝে আমি আটকে পড়ে গিয়েছি৷ এই কথাগুলো লিখতেও আমার ভয়ঙ্কর কষ্ট হচ্ছে৷ আমি সবসময় আমার পরিবারের যত্ন নিতে চেয়েছি, আমার দায়িত্ব পালন করতে চেয়েছি৷’’
advertisement
সেই চিঠির শেষে সর্বেশ লিখেছেন, ‘‘এখন আমার স্ত্রীয়ের সাহায্য দরকার৷ দেখবেন যেন ওর বাকি জীবন কাটাতে কোনও অসুবিধা না হয়৷ অফিসার, একটু বুঝবেন, আমি এটা ছাড়া আর কোনও রাস্তা খুঁজে পাচ্ছিলাম না৷’’
advertisement
DISCLAIMER: If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Moradabad news: ‘বাঁচতে চেয়েছিলাম, কিন্তু...,’ মোরাদাবাদের BLO-র শেষ ভিডিও এল সামনে, মৃত্যুর পরের দিন
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement