Moradabad news: ‘বাঁচতে চেয়েছিলাম, কিন্তু...,’ মোরাদাবাদের BLO-র শেষ ভিডিও এল সামনে, মৃত্যুর পরের দিন

Last Updated:

পেশায় সরকারি স্কুলের শিক্ষক সর্বেশ কুমার বর্তমানে উত্তরপ্রদেশ জুড়ে হওয়া এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে৷ গত ৭ অক্টোবর থেকে উনি এই দায়িত্ব পালন করছিলেন৷ বিএলও হিসাবে ওঁর কাজ ছিল বিভিন্ন বাড়িতে যাওয়া এবং ভোটারদের তথ্য ও নথি জোগাড় করা৷

News18
News18
মোরাদাবাদ: উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে এক বুথ লেভেল অফিসার সর্বেশ কুমারের মৃত্যুর খবর আসে৷ আর তার পরের দিনই সামনে এল একটি ভিডিও৷ সেই ভিডিওয় দেখা যাচ্ছে, অসহায় ভাবে কাঁদছেন ওই বিএলও (BLO)৷ বছর ৪৬-এর ওই BLO -কে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু চাপটা ভয়ঙ্কর৷’’
ওই ভিডিওয় সর্বেশ কুমারকে বলতে শোনা যাচ্ছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি News18 Bangla), ‘‘দিদি, আমায় ক্ষমা কোরো৷ মা, প্লিজ আমার বাচ্চাগুলোকে দেখো৷ আমি এই ইলেকশন ডিউটিতে ফেল করলাম৷ আমি একটা পদক্ষেপ নিচ্ছি, তার জন্য আমি নিজেই দায়ী৷ কারও কোনও দোষ নেই৷ আমি খুব খারাপ অবস্থায় রয়েছি৷ গত ২০ দিন ধরে আমি ঘুমোইনি৷ যদি আমার সময় থাকত, আমি কাজটা শেষ করতাম৷ আমার চারটে ছোট ছোট মেয়ে আছে৷ আমায় দয়া করে ক্ষমা করে দিও৷ আমি অনেক দূরের দুনিয়ায় চলে যাচ্ছি৷’’
advertisement
advertisement
পেশায় সরকারি স্কুলের শিক্ষক সর্বেশ কুমার বর্তমানে উত্তরপ্রদেশ জুড়ে হওয়া এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে৷ গত ৭ অক্টোবর থেকে উনি এই দায়িত্ব পালন করছিলেন৷ বিএলও হিসাবে ওঁর কাজ ছিল বিভিন্ন বাড়িতে যাওয়া এবং ভোটারদের তথ্য ও নথি জোগাড় করা৷
advertisement
রবিবার সকালে তাঁর নিজেরই বাড়িতে সর্বেশের মৃতদেহ উদ্ধার করেন তাঁর স্ত্রী৷ স্থানীয় সূত্রের দাবি, সেখানে উদ্ধার হয় একটি চিঠি৷ তাতে লেখা ছিল, ‘‘আমি বাঁচতে চেয়েছিলাম৷ কিন্তু, কী করব? আমি আমার দুঃখ আর সমস্যার মাঝখানে আটকে গিয়েছি৷ আমার ভয় করছে, এবং চারপাশ থেকে বিভিন্ন কঠিন পরিস্থিতির মাঝে আমি আটকে পড়ে গিয়েছি৷ এই কথাগুলো লিখতেও আমার ভয়ঙ্কর কষ্ট হচ্ছে৷ আমি সবসময় আমার পরিবারের যত্ন নিতে চেয়েছি, আমার দায়িত্ব পালন করতে চেয়েছি৷’’
advertisement
সেই চিঠির শেষে সর্বেশ লিখেছেন, ‘‘এখন আমার স্ত্রীয়ের সাহায্য দরকার৷ দেখবেন যেন ওর বাকি জীবন কাটাতে কোনও অসুবিধা না হয়৷ অফিসার, একটু বুঝবেন, আমি এটা ছাড়া আর কোনও রাস্তা খুঁজে পাচ্ছিলাম না৷’’
advertisement
DISCLAIMER: If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Moradabad news: ‘বাঁচতে চেয়েছিলাম, কিন্তু...,’ মোরাদাবাদের BLO-র শেষ ভিডিও এল সামনে, মৃত্যুর পরের দিন
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement