advertisement

SIR নিয়ে লিখলেন ২৬টি কবিতা, বইমেলায় কবিতার বইপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

SIR নিয়ে পথে নেমে আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রোজ রাজনৈতিক আক্রমণ শানাচ্ছেন বিজেপির বিরুদ্ধে। এই আবহেই এবার বইমেলায় প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বই SIR নিয়ে। বইয়ের নাম দেওয়া হয়েছে, ‘স্যার, ২৬-এ ২৬’।

News18
News18
আবীর ঘোষাল, কলকাতা: SIR নিয়ে পথে নেমে আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রোজ রাজনৈতিক আক্রমণ শানাচ্ছেন বিজেপির বিরুদ্ধে। এই আবহেই এবার বইমেলায় প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বই SIR নিয়ে। বইয়ের নাম দেওয়া হয়েছে, ‘স্যার, ২৬-এ ২৬’।
SIR-এর কারণে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে এই বই। বইয়ের মুখবন্ধতে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। বইয়ের ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, ‘‘….বঙ্গবাসীর জীবন তছনছ করে দিয়েছে বললেও কম বলা হয় ৷ একটা মহল থেকে ক্রমাগত ভয় দেখানো চলছে সাধারণ মানুষকে। ফলে আতঙ্ক আর মৃত্যুমিছিল।’’ এই বইয়ে মোট ২৬টি কবিতা রয়েছে। যেগুলির নাম দেওয়া হয়েছে আতঙ্ক, লজ্জা, কুম্ভীরাশ্রু, ভাষার শিকার, লাশঘর, বিচার, বিদ্বেষ, লড়াই, শুধু ওরা থাকবে-ইত্যাদি ইত্যাদি।  লেখক মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভূমিকায় উল্লেখ করেছেন, ‘‘দু বছরের কাজ, দু’মাসে করতে হুকুম জারি করেছেন দিল্লির জমিদারেরা। সব দেখেশুনে প্রতিবাদে জ্বলে উঠেছি ৷ যত দূর যেতে হয় যাব। তবু মেনে নেব না এই অত্যাচার।’’
advertisement
advertisement
SIR নিয়ে এই বইয়ের মাধ্যমেও জোরদার রাজনৈতিক আক্রমণে বিজেপির বিরুদ্ধে নামছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বই প্রকাশ অনুষ্ঠানে বলেন, ‘‘SIR এর হ্যারাসমেন্ট চলছে। ২৬ এ ২৬ কবিতার বই প্রকাশিত হয়েছে। SIR এর কবিতা হিসাবে বেরোচ্ছে এই বই।’’
advertisement
প্রায় প্রতিদিন SIR ইস্যুতে লাগাতার রাজনৈতিক আক্রমণ শুরু করেছে তৃণমূল। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী, জ্ঞানেশ কুমারকে বারবার চিঠি লিখে তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় কোথায় অসুবিধা হচ্ছে কমিশনের আচরণে সেটাও উল্লেখ করেছেন। এই আবহের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বই রাজনৈতিক মহলের নজর কেড়েছে।
advertisement
নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালনের মঞ্চ থেকেও আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এত মানুষ মারা যাচ্ছে, এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। কেন মামলা হবে না?’’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR নিয়ে লিখলেন ২৬টি কবিতা, বইমেলায় কবিতার বইপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Next Article
advertisement
আপনার মেয়ের বয়স ৫ বছর ? প্রতি বছর সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১ লাখ টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন ?
প্রতি বছর সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১ লাখ টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন ?
  • শুধুমাত্র কন্যা সন্তানের জন্য এটি একটি সরকারি সঞ্চয় প্রকল্প

  • কন্যা সন্তানের ১০ বছর বয়স পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা যায়

  • বিনিয়োগ করতে হয় ১৫ বছর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement